Skip to content Skip to sidebar Skip to footer

সূরা নাস এর আরবি বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা নাস বাংলা অর্থসহ, সূরা নাস বাংলা উচ্চারণ, সূরা নাস বাংলা অর্থ, সূরা নাস বাংলা, সূরা নাস বাংলা উচ্চারণ ছবি, সুরা নাস এর বাংলা অর্থ, সূরা নাস বাংলা লেখা, Surah Nas Bengali with meaning

আসসালামু আলাইকুম,আপনারা সবাই কেমন আছেন? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও  আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম:- সূরা নাস বাংলা অর্থসহ, নাস বাংলা উচ্চারণ, সূরা নাস বাংলা অর্থ, সূরা নাস বাংলা, সূরা নাস বাংলা উচ্চারণ ছবি, সুরা নাস এর বাংলা অর্থ, সূরা নাস বাংলা লেখা।

   
   

       

    সূরা নাস বাংলা অর্থ সহ

    بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
    বিসমিল্লাহির রাহমানির রাহিম
    শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
    بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
    বিসমিল্লাহির রাহমানির রাহিম
    শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
    [1] قُل أَعوذُ بِرَبِّ النّاسِ
    [1] কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্।
    [1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
    [2] مَلِكِ النّاسِ
    [2] মালিকিন্না-স্ ।
    [2] মানুষের অধিপতির,
    [3] إِلٰهِ النّاسِ
    [3] ইলা-হি ন্না-স্
    [3] মানুষের মা’বুদের
    [4] مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ
    [4] মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি
    [4] তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
    [5] الَّذى يُوَسوِسُ فى صُدورِ النّاسِ
    [5] আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্।
    [5] যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
    [6] مِنَ الجِنَّةِ وَالنّاسِ
    [6] মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।
    [6] জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

    নাস বাংলা উচ্চারণ 

    কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্। মালিকিন্না-স্। ইলা-হি ন্না-স্ মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি। আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্। মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।

    সূরা নাস বাংলা 

    বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার। মানুষের অধিপতির। মানুষের মা’বুদের। তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

    সূরা নাস বাংলা উচ্চারণ ছবি

    সূরা নাস বাংলা অর্থসহ, সূরা নাস বাংলা উচ্চারণ, সূরা নাস বাংলা অর্থ, সূরা নাস বাংলা, সূরা নাস বাংলা উচ্চারণ ছবি, সুরা নাস এর বাংলা অর্থ, সূরা নাস বাংলা লেখা, Surah Nas Bengali with meaning

    সূরা নাস এর বাংলা অর্থ 

    সুরা নাস-এর বিশেষত্ব‘আন-নাস’ শব্দের অর্থ মানব জাতি। সুরার প্রথম তিন আয়াতে আল্লাহ তায়ালার মাহাত্ন্য বর্ণিত আছে। আর পরের তিন আয়াতে জ্বিন ও মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা হতে মহান আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের দিকনির্দেশনা দেয়া হয়েছে। এ সুরার আমলে হাদিসের দিকনির্দেশনাগুলো হলো-
    > একবার এক ইয়াহুদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর জাদু করেছিল। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরিল আলাইহিস সালাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানালেন যে, এক ইয়াহুদি তাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কুপের মধ্যে পাথরের নিচে আছে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই জিনিসগুলো কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন। সেই কূপের মধ্যে পাথরের নিচে কয়েকটি গিরা পাওয়া গিয়েছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরা নাস ও ফালাক একসঙ্গে পড়ে (ওই গিরায়) ফুক দেন এবং গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায়। আর তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে ওঠেন।
    > সুরা নাস পড়লে শয়তানের অনিষ্ট ও যাদু থেকে হেফাজতে থাকা যায়। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সুরা ইখলাস ও এই দুই সুরা ( সুরা ফালাক ও সুরা নাস) পড়বে সে সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।’ (তিরমিজি)
    > হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন। তারপর সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ তিনবার করতেন।’ (বুখারি)
    > ফজর আর মাগরিবে এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত। অন্যান্য ফরজ সালাতের আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে।’ (আবু দাউদ)
    > হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমার কি জানা নেই আজ রাতে আমার ওপর যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোর মতো কোনো আয়াত দেখাও যায়নি এবং শোনাও যায়নি। আর তাহলো- কুল আউজু বি রাব্বিল ফালাক ও কুল আউজু বি রাব্বিন নাস।’ (মুসলিম)
    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে সুরা নাস-এর যথাযথ আমল করার তাওফিক দান করুন। হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী আমলগুরো বাস্তবায়ন করার তাওফিক দান করুন। [আমিন]

    সূরা নাস বাংলা লেখা 

    কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্। মালিকিন্না-স্। ইলা-হি ন্না-স্ মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি। আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্। মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।
    বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার। মানুষের অধিপতির। মানুষের মা’বুদের। তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
       
    > আশা করি সূরা টি পড়ে আপনাদের ভালো লাগবে”।
    আর হে সূরা টি শেয়ার ভুলবেন না।”
    “কারন” অনেকেই আছেন যারা উচ্চারণ সঠিক ভাবে পড়তে পারেন না।”
    আর আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার এই শেয়ারের জন্য একজন তার ভুল উচ্চারণ গুলো সঠিক ভাবে পড়তে পারবে”।

    Tag: সূরা নাস বাংলা অর্থসহ, সূরা নাস বাংলা উচ্চারণ, সূরা নাস বাংলা অর্থ, সূরা নাস বাংলা, সূরা নাস বাংলা উচ্চারণ ছবি, সুরা নাস এর বাংলা অর্থ, সূরা নাস বাংলা লেখা, Surah Nas Bengali with meaning

    Leave a comment