Skip to content Skip to sidebar Skip to footer

সূরা নাসরের অনুবাদ 2024 Free

সূরা নাসরের আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ফজিলত Noul virtues with the pronunciation of Arabic English Bengali translation of Surah Nasr
সূরা নাসরের অনুবাদ 2024 Free 1

সূরা নাসরের আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ফজিলত Noul virtues with the pronunciation of Arabic English Bengali translation of Surah Nasr| সূরা নাসরের অনুবাদ

আসসালামুয়ালাইকুম, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো সূরা নাসরের আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ফজিলত । এখান থেকে আপনারা যা যা জানতে পারবেন সূরা নাসর,সূরা নাসর এর তাফসীর,সূরা নাসর অর্থ,সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়,সূরা নাসর বাংলা উচ্চারণ সহ,সূরা নাসর এর শানে নুযুল,সূরা নাসর বাংলা উচ্চারণ,সূরা নাসর, সূরা নাসর তাফসির। নিচে সূরা নাসরের আরবি ইংরেজি বাংলা অনুবাদ অর্থ উচ্চারণ সহ শানে নুযুল ফজিলত এবং বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। 

                      সূরা নাছর  

                بِبِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

           বিসমিল্লাহির রাহমানির রাহিম

         শুরু করছি আল্লাহর নামে যিনি 

.           পরম করুণাময়, অতি দয়ালু

[1] إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ

[1] ইযা-জ্বা-য়া নাছ্রুল্লা-হি অল্ফাত্হু

[1] যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

[1] When there comes the Help of Allâh (to you, O Muhammad (SAW) against your enemies) and the conquest (of Makkah),

[2] وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ فى دينِ اللَّهِ أَفواجًا

[2] অরয়াইতান্না-সা ইয়াদ্খুলূনা ফী দীনিল্ লা-হি আফ্ওয়া-জ্বা-।

[2] এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

[2] And you see that the people enter Allâh’s religion (Islâm) in crowds,

[3] فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ ۚ إِنَّهُ كانَ تَوّابًا

[3] ফাসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা অস্তার্গ্ফিহু; ইন্নাহূ কা-না তাওয়্যা-বা-।

[3] তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

[3] So glorify the Praises of your Lord, and ask His Forgiveness. Verily, He is the One Who accepts the repentance and Who forgives.

Read More: সূরা হুমাযাহ অনুবাদ 2024 Free

===============================

                     শানে নুযূল           

অবতীর্ণের দিক দিয়ে এটি হল কুরআনের শেষ সূরা। (সহীহ মুসলিম তফসীর অধ্যায়) যখন এই সূরাটি অবতীর্ণ হল, তখন কিছু সংখ্যক সাহাবী (রাঃ) বুঝতে পারলেন যে, এবার নবী (সাঃ)-এর অন্তিম (মৃত্যুর) সময় ঘনিয়ে এসেছে। এ জন্যই তাঁকে তসবীহ, তাহমীদ (আল্লার প্রসংশা) এবং ইস্তিগফার করার হুকুম দেওয়া হয়েছে। যেমন, ইবনে আববাস (রাঃ) এবং উমর (রাঃ) এর ঘটনা সহীহ বুখারীতে বিদ্যমান রয়েছে। (তাফসীর সূরা নাস্ত্র)

                       ফজিলত           

আনাস (রা) বলেন, এটি কুরআনের চার ভাগের এক ভাগ। (তিরমিযী)

বিঃদ্রঃ কোনো ভুল হলে কমেন্টে জানাবেন সঠিক করবো ইনশাআল্লাহ। 

ট্যাগঃ সূরা নাসর,সূরা নাসর এর তাফসীর,সূরা নাসর অর্থ,সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়,সূরা নাসর বাংলা উচ্চারণ সহ,সূরা নাসর এর শানে নুযুল,সূরা নাসর বাংলা উচ্চারণ,সূরা নাসর, সূরা নাসর তাফসির।

Leave a comment