Skip to content Skip to sidebar Skip to footer

শেখ রাসেল কবিতা 2024 | শেখ রাসেল কবিতা প্রতিযোগীতা | Sheikh Russell Poetry 2024 popular


     শেখ রাসেল কবিতা ২০২৪

    আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শেখ রাসেল কবিতা 2024

     

    জন্ম এ দিনে
    আঃ গোলাম পান্না

    ফুল ফুটে সৌরভ
    ছড়াতেই চায়,
    ফুলের ছড়ানো ঘ্রাণ
    সকলেই পায়।

    শিশুরাও ফোটা ফুল
    নিষ্পাপ হয়,
    আচরণে ফুটে ওঠে
    সেই পরিচয়।

    রাসেলও ছিলো সেই
    প্রিয় ফোটা ফুল,
    শিশু এ মানুষটির
    ছিলো না তো ভুল।

    জন্ম এ দিনে তাই
    খুঁজে ফিরি তাকে,
    মন বলে, এসে যদি
    সাড়া দিতো ডাকে!

    আরও একটি কবিতা 

    শেখ রাসেল কবিতা ২০২৪

    শেখ রাসেল 

    রাসেল হলো সবার সেরা
    সবার নয়ন মনি।
    রাসেলকে তাই দিব মোরা
    ভালবাসার খনি।

    ছোট্র রাসেল দোষ ছিলন
    মারল কেমন করে।
    একটুও কি পাষাণ হৃদয়।
    কাঁদলোনা তোর ওরে।

    সবার ছোট রাসেল সোনা
    করত ছুটা ছুটি
    নর পশু মারলো ওরে
    শক্ত হাতে ধরে টুটি


    ছোট্র সোনা জাদুর কাটি
    সুখেই স্বর্গে থাকো
    সবার ভালবাসা নিয়ে
    ভালবাসার ছবি আঁকো।

    তুমি ছিলে সবার কাছে
    অতি প্রিয় মুখ
    তুমায় দেখে প্রণ জুড়াতো
    পেতো সবাই সুভাস

    শেখ রাসেল  কবিতা প্রতিযোগীতা

    শেখ রাসেল কবিতা প্রতিযোগীতার জন্য যারা কবিতা খুঁজছেন। শেখ রাসেল কে নিয়ে আরও একটি কবিতা আপনাদের জন্য দিলাম ।

    আজ রাসেলের  জন্মদিন

    আজ দিনটা অনেক খুশির মেঘ আদরে বূনা।
    এমন দিনে জন্মেছিলো ছোট রাসেল সোনা
    বাবার আদর মায়ের চুমু বুবুর ভালোবাসা
    রাসেল ছিল স্বপ্নবালক সবার মনের আশা
    পায়রা প্রেমে কাটতো সকাল-দুপুরে বল খেলা
    বিকেলেতে লাল সাইকেল গড়িয়ে যেতে বেলা
    সবার আদর সবার স্নেহ সবার ভালোবাসা
    থাকতো ভরে উচ্ছ্বাসে ৩২ এর বাসা।
    হঠাৎ একদিন মধ্যরাতে থমকে যায় সব
    ৩২ এর ছোট্র পাঁখি আর করে না রব।
    এই বাংলার মাঠে ঘাটে স্কুলেতে রোজ
    আজও বুবুর দু-চোখ করে রাসেল সোনার খোঁজ
    স্বর্গ থেকেও রাসেল যেন বুবুর সাথে থাকে
    কচিঁ শিশুর হৃদয় জুড়ে স্বপ্ন ছবি আঁকে
    রাসেলের পাখির জন্মদিনে গান কবিতার ভিড়ে
    রাসেল থাকুক অমর হয়ে মনের গহীন নীরে।

    Leave a comment