শিক্ষাসংক্রান্ত সত্য অতীত বাস্তবতা নিয়ে কবিদের উক্তি 2025
প্রিয় পাঠক বৃন্দ আপনাদের সবাইকে টাইম অফ বিডির পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি।আপনারা অনেকে বিভিন্ন উক্তি সম্পর্কে জানতে চেয়েছেন যে উক্তিগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন উক্তি গুলো নিয়েই আমরা আজকের পোস্টটি হাজির করেছি আশা করি পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যে উক্তিগুলো এখানে আলোচনা করা হয়েছে তা হলো
শিক্ষা নিয়ে উক্তি , শিক্ষনীয় উক্তি, শিক্ষা সংক্রান্ত উক্তি, কবিদের উক্তি, সত্য কথা নিয়ে উক্তি, অতীত নিয়ে উক্তি, বাস্তবতা নিয়ে উক্তি
শিক্ষা নিয়ে উক্তি শিক্ষনীয় উক্তি শিক্ষা সংক্রান্ত উক্তি
শিক্ষা জাতির মেরুদন্ড প্রত্যেক মানুষকে জীবনে উন্নতি করতে হলে শিক্ষার প্রয়োজন হয় আপনারা হয়তো অনেকেই শিক্ষা নিয়ে বিভিন্ন উক্তি করছেন আর তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা শিক্ষা নিয়ে বেশ কিছু উক্তি আলোচনা করেছি আশা করছি আপনাদের জীবনে কাজে লাগবে।
মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। – রবার্ট ই লি
– মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির – এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। – বাট্রাণ্ড রাসেল
– শেখাতে গেলেই শেখা হয়। – জাপানী প্রবাদ
– আমি শুনলাম এবং ভুলে গেলাম, আমি দেখলাম এবং মনে রাখলাম, আমি করলাম আর বুঝতেও পারলাম। – চীনা প্রবাদ
– একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। – হেনরি এডামস
– আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো। – এলান ব্রায়েন
– শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া। – আইভরি ব্রাউন
– মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। – উইলয়াম আর্থার ওয়ার্ড
– আপনি একদিনের জন্য একটা ছাত্রকে একটা পড়া পড়াতে পারেন; কিন’ যদি তাকে আপনি কৌতুহলী হতে শেখান সে যতোদিন বাঁচবে শিক্ষা চালিয়েই যাবে। – ক্লে পি. বেডফোর্ড
– স্কুল জীবনের প্রস্তুতির জন্যে তৈরি হওয়া উচিত নয়। স্কুলই জীবন হওয়া উচিত। – এলবার্ট হাবার্ড
– ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া – এটাই হলো শিক্ষা। – এডিথ হেমিলটন
– শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। – উইল এণ্ড এরিয়াল ডুরান্ট
কবিদের উক্তি
১. “স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল” – জন মিল্টন।
২. “কোন বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন” – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩.“বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা” – রবীন্দ্রনাথ ঠাকুর।
৪. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – বাল গঙ্গাধর তিলক।
৫.“যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন” – ভারতচন্দ্র রায়।
৬.“কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করিও” – বঙ্কিমচন্দ্র।
৭. “ভুলিও না তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত” – স্বামী বিবেকানন্দ।
৮. “সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না” – স্বামী বিবেকানন্দ।
৯.“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” – চন্ডীদাস।
১০.“যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু, যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু” – আইনস্টাইন।
১১.“মানুষের জীবনে শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ” – রুশো।
১২.“সংগ্রামই জীবন, সংগ্রাম হীনতা মৃত্যু/গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল/জগতে সর্বদাই দাতার আশ্রয় গ্রহন করো” – স্বামী বিবেকানন্দ।
সত্য কথা নিয়ে উক্তি
প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সত্য কথা নিয়ে বেশ কিছু উক্তি জানতে চেয়েছেন আর তাই আপনাদের সুবিধার্থে আমরা সত্য কথা নিয়ে বেশ কিছু উক্তি নিয়ে প্রশ্ন তৈরি করেছে আশা করছি আপনাদের কাজে লাগবে।
(১) মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো
(২)যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না
(৩)সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ
(৪)তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে
(৫)অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে
(৬)যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
(৭)মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়
(৮)যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না
(৯)কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রুপ। এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোন অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে।
(১০)অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে
অতীত নিয়ে উক্তি
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
“সত্য কথা বলে শয়তানকে অপমান করো”
“ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
“সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
“নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
“যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
“চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
বাস্তবতা নিয়ে উক্তি
প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারি।জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু আমরা ভেঙ্গে পড়ে থাকি,তাতে করে আমাদের জীবন দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ। কথায় বলে, একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান।একটি চমৎকার উক্তি দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ,অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা,একটুখানি সম্ভাবনার হাতছানি। তবে জীবন যে রকমের ই হয়ে থাকুকনা কেনো এর বহিঃপ্রকাশ কিন্তু বাস্তবতাকে না মেনে শুধুমাত্র আবেগপ্রবণ হয়ে পড়লে সেই জীবনের সঠিক দিকনির্দেশনা পাওয়া কঠিন হয়ে যায়।
Tag:শিক্ষা নিয়ে উক্তি , শিক্ষনীয় উক্তি, শিক্ষা সংক্রান্ত উক্তি, কবিদের উক্তি, সত্য কথা নিয়ে উক্তি, অতীত নিয়ে উক্তি, বাস্তবতা নিয়ে উক্তি