Skip to content Skip to sidebar Skip to footer

যশোর জেলার মানচিত্র | যশোর জেলার নামকরণ | যশোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস | যশোর জেলার ঐতিহাসিক স্থানসমূহ

যশোর জেলার মানচিত্র , যশোর জেলার নামকরণ , যশোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস , যশোর জেলার ঐতিহাসিক স্থানসমূহ

    style=”text-align: left;”>যশোর জেলার মানচিত্র

    আসসালামুআলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আপনারা কেমন আছেন ? আশা করি অবশ্যই ভালো আছেন । জি আলহামদুলিল্লাহ আমরা ও অনেক ভালো আছি।

    আপনাদের মাঝে যশোর জেলার মানচিত্র , যশোর জেলার নামকরণ , যশোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস , যশোর জেলার ঐতিহাসিক স্থানসমূহ

      তুলে ধরবো। আশা করি আমাদের পোস্টটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনার কাছে একটাই অনুরোধ আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়বেন। ইনশাআল্লাহ, আপনাদের নানা রকম অজানা তথ্য জানতে পারবেন।

    যশোর জেলার নামকরণ

    দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য যশোর জেলার সৃষ্টি প্রায় ২০০ বছর আগে, ১৭৮৬ সালে। প্রতিষ্ঠাকালের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা। মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত হয় যশোর। 

    যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে। ঐতিহাসিকদের মধ্যে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায়। আরবি ‘জসর’ থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে। এর অর্থ সাঁকো। এককালে যশোরের সর্বত্র নদীনালায় পরিপূর্ণ ছিল। নদী বা খালের ওপর সাঁকো বানানো হতো। পীর খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুড়লীতে আসেন বলে জানা যায়। বাঁশের সাঁকো থেকে যশোর নামের উৎপত্তি। তবে অনেকের অভিমত, খানজাহান আলী আসার আগে থেকেই ‘যশোর’ নামটি ছিল।

    যশোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস 

    যশোর একটি অতি প্রাচীন জনপদ। আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে পীর খান জাহান আলীসহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে । ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ১৭৪৭ খ্রিষ্টাব্দের দিকে যশোর নাটোরের রাণী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 

    ১৮৩৮ খ্রিষ্টাব্দে যশোর জিলা স্কুল, ১৮৫১ খ্রিষ্টাব্দে যশোর পাবলিক লাইব্রেরি, বিংশ শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে যশোর বিমান বন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার সাথে যশোরের রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর

    যশোর জেলার ঐতিহাসিক স্থানসমূহ

    মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী

    যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি এবং সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্র নির্মাণ করে 

    চাঁচড়া শিবমন্দির

    যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামে অবস্থিত চাঁচড়া শিবমন্দির (Chanchra Shiva Mandir) প্রায় ৩২২ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। ১৬৯৬ …

    কালেক্টরেট পার্ক

    যশোর (Jessore) জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন চত্বর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে অধিক জনপ্রিয়। কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদী

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার

    ১৯৩৬ সালে ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার চন্ডীকপুরের মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ (Bir Shreshtha Noor Mohammad Sheikh) জন্মগ্রহণ করেন

    বেনাপোল স্থল বন্দর

    বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি গ্রামের নাম বেনাপোল। 

    মীর্জানগর হাম্মামখানা

    ১৬৪৯ সালে যশোরের ফৌজদার নিযুক্ত হন মীর্জা সফসিকান। তিনি ছিলেন বাংলার সুবেদার শাহ সুজা শ্যালক পুত্র। 

    ভরতের দেউল

    যশোর জেলার কেশবপুর উপজেলাস্থ গৌরিঘোনা ইউনিয়নের ভরত ভায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল (Bharater Deul) অবস্থিত। টিলা আকৃতির দেউলের

    Tag: যশোর জেলার মানচিত্র , যশোর জেলার নামকরণ , যশোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস , যশোর জেলার ঐতিহাসিক স্থানসমূহ

    Leave a comment