Skip to content Skip to sidebar Skip to footer

মাইটোসিস কোষ বিভাজনকে সােমাটিক কোষ বিভাজন বলা হয় কেন | মাইটোসিস কেন হয় | জীবের জন্য কোষ বিভাজন প্রয়ােজন কেন/কেন প্রয়োজন

 

মাইটোসিস কোষ বিভাজনকে সােমাটিক কোষ বিভাজন বলা হয় কেন | মাইটোসিস কেন হয় | জীবের জন্য কোষ বিভাজন প্রয়ােজন কেন/কেন প্রয়োজন

মাইটোসিস কোষ বিভাজনকে সােমাটিক কোষ বিভাজন বলা হয় কেন 

উত্তর : মাইটোসিস কোষ বিভাজন বলতে সাধারণত নিউক্লিয়াসের বিভাজনকে বােঝায় । তাই কোষ বিভাজনের নামকরণ সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য মাইটোসিস কোষ বিভাজনকে “ সােমাটিক কোষ বিভাজন ” বলা হয় । কেননা এ কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে । 

মাইটোসিস কেন হয় 

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের ফলে অপত্যকোষ মাতৃকোষের অনুরূপ গুণাবলি বহন করে । অপত্য কোষে মাতৃকোযের গুণগত স্থিতিশীলতা রক্ষা , ক্রোমােসােমের মমতা , রক্ষা এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করার মাধ্যমে জীব তার বংশগতি ধারণ করে । এজন্য মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয় । 

জীবের জন্য কোষ বিভাজন প্রয়ােজন কেন /কেন প্রয়োজন

উত্তর : কোষ বিভাজন জীবের একটি মৌলিক ও অত্যাবশীয় প্রক্রিয়া । জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশ বৃদ্ধির জন্য কোষ বিভাজন প্রয়ােজন । কোষ বিভাজনের মাধ্যমে এককোষী জীব থেকে বহু সংখ্যক এককোষী জীব এবং বৃহৎ বৃক্ষ সৃষ্টি হয় । উপরােক্ত কারণে জীবের জন্য কোষ বিভাজন প্রয়ােজন।

টাগ:মাইটোসিস কোষ বিভাজনকে সােমাটিক কোষ বিভাজন বলা হয় কেন, মাইটোসিস কেন হয়, জীবের জন্য কোষ বিভাজন প্রয়ােজন কেন/কেন প্রয়োজন 

Leave a comment