মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন | কোষচক্রে s- দশা সৃষ্টি হয় কেন | প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কী বুঝ | প্রান্তীয়করণ ঘটে কেন
মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন
উত্তর : মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমােসােমবিশিষ্ট এবং সমগুণবিশিষ্ট দুটি অপত্য
কোষের সৃষ্টি হয় । প্রতিটি অপত্য কোষ ও মাতৃকোষে ক্রোমােসােম সংখ্যা সমান থাকায় একে সমীকরণিক বিভাজন বলা হয় ।
কোষচক্রে s- দশা সৃষ্টি হয় কেন
উত্তর : এ দশাটি সৃষ্টি না হলে কোষ বিভাজন সম্ভব নয় । এ দশায় বিভিন্ন হিস্টোন প্রােটিন সংশ্লেষণ হয় যা DNA- র সাথে মিলে । নিউক্লিওজোম গঠন করে এবং এ দশায় অন্যান্য প্রােটিন সংশ্লেষণ বজায় থাকে । প্রাণীকোষ ও কিছু নিম্নশ্রেণির কোষে s দশায় ( ক্ষেত্রবিশেষ G6 ) সাইটোপ্লাজম – এ সেন্ট্রিওল এর দ্বিত্বকরণ ( Duplication ) ঘটে । S- দশাকে M দশার অদৃশ্য ( Invisible phase ) বলা হয় কারণ এ দশায় ক্রোমােসােমের প্রতিলিপিকরণ ও ক্রোটিড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় ।
প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কী বুঝ
উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় । এ বিভাজন প্রক্রিয়াতে একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে । ব্যাকটেরিয়া , Amoeba , yeast প্রভৃতিতে প্রত্যেক্ষ কোষ বিভাজন ঘটে থাকে ।
প্রান্তীয়করণ ঘটে কেন
উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমােসােমের ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমােজামগুলাে আরও খাটো ও মােটা হয় । যার ফলে বাইভেলেটের ক্রোমােসােমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয় । এ ধরনের বিকর্ষণের ফলে ক্রোমােসােমগুলাে বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমটার স্থানে বাধাপ্রাপ্ত হয় । এ বিকর্ষণ একইসাথে কয়েক স্থানে হতে পারে । তবে সাধারণত সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যেই ব্যাপক বিকর্ষণ শুরু হয় । এতে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয় । এ ধরনের লুপ সৃষ্টির কারণেই কায়াজমাটার প্রান্তীয়করণ ঘটে ।
টাগ:মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, কোষচক্রে s- দশা সৃষ্টি হয় কেন, প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কী বুঝ,| প্রান্তীয়করণ ঘটে কেন