Skip to content Skip to sidebar Skip to footer

বুক রিভিউ প্রতিপত্তি ও বন্ধুলাভ | প্রতিপত্তি ও বন্ধুলাভ বইয়ের রিভিউ | Book review প্রতিপত্তি ও বন্ধুলাভ | প্রতিপত্তি ও বন্ধুলাভ বইটি কেমন বই

 

বুক রিভিউ প্রতিপত্তি ও বন্ধুলাভ | প্রতিপত্তি ও বন্ধুলাভ বইয়ের রিভিউ | Book review প্রতিপত্তি ও বন্ধুলাভ | প্রতিপত্তি ও বন্ধুলাভ বইটি কেমন বই

প্রতিপত্তি ও বন্ধুলাভ

লেখক: ডেল কার্নেগী

কার্নেগী সাহেবের আত্মোপলব্ধি ও আত্মোউন্নয়ন মূলক একটা বই “প্রতিপত্তি ও বন্ধুলাভ”। মোটামুটি দেড়শ পৃষ্ঠার এই বইখানি যে লেখকের জীবনের সুদীর্ঘ সময়ের গবেষণা এবং উপলব্ধির সমন্বয়ে রচিত তাতে আমার কোনো সন্দেহ নেই। বইয়ের সাঁইত্রিশটা পরিচ্ছেদে লেখক ফুটিয়ে তুলেছেন ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সাফল্য অর্জন আর সুসম্পর্ক স্থাপনের অভিনব সব কৌশল। যার মূলমন্ত্র হিসেবে আমি উপলব্ধি করেছি কেবল এক অনন্য উপদেশ, ” হাসুন, আর সবাইকে হাসান। খুশি থাকুন, আর অন্যকে খুশি রাখুন। ” অর্থাৎ আমি বিজয়ী হবো কিন্তু কাউকে পরাজিত করে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে। মানতে হবে সর্বোচ্চ উৎকৃষ্ঠ উদাহরণ আর যুক্তি দিয়েই লেখক তার বর্তানো মতাদর্শকে উপস্থাপন করেছেন। আমার মতে এই বইখানা পড়ে যারা সর্বাধিক উপকৃত হয়েছেন, সেই পাঠকদের তালিকার প্রথম সারিতে বেশ কজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীর নাম থাকা একান্তই বাঞ্ছনীয় । আমি বলবো “One of the best motivational book for a businessman✌.” তবে এর মানে এও না যে বইটা ব্যবসায়ীদের জন্য কিংবা ব্যবসা শেখানোর জন্য । আসলে এই বই ব্যবসা শেখায় না কিন্তু ব্যাবসায় সফল হবার মার্গদর্শনে একদম পরিপক্ব। আবার পারিবারিক ও সামাজিক জীবনে সুখ-সাচ্ছন্দ  আনয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং একজন আদর্শ সামাজিক মানব হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রেও “প্রতিপত্তি ও বন্ধুলাভ ” বইখানা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালনে সক্ষম। তবে হ্যাঁ, বইয়ের শেষদিকটা নিতান্তই আমার প্রয়োজনীয়তার বাইরের বিষয় (রোমান্টিক ) নিয়ে সাজানো । অনন্ত আমার ক্ষেত্রে তেমনটাই । যদিও বা মার্কিন এই লেখকের উল্লেখিত কয়েকটা বাক্য আমার কাছে তেমন পছন্দসই বলে মনে হয় নি। তবে এইসব ব্যতিক্রমী দু একটা বাক্য ব্যতীত সর্বোপরি এই বইটার বঙ্গানুবাদ পড়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। শিক্ষণীয় একটা বই। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, যেসব পাঠক বইয়ে রোমাঞ্চ আর রসকস বেশি খোঁজেন তারা এই বইটা পড়তে মোটেও আগ্রহ বোধ করবেন না । বরং তাদের কাছে বইটা নিতান্তই বোরিং অথবা একঘেয়ে নামেই পরিচিতি পাবে☺।

টাগ :বুক রিভিউ প্রতিপত্তি ও বন্ধুলাভ, প্রতিপত্তি ও বন্ধুলাভ বইয়ের রিভিউ, Book review প্রতিপত্তি ও বন্ধুলাভ, প্রতিপত্তি ও বন্ধুলাভ বইটি কেমন বই

✒তানবির ।

Leave a comment