বিতরের নামাজ পড়ার নিয়ম | বিতরের নামাজের দোয়া | বিতরের নামাজের পর তাহাজ্জুদ পড়া যাবে কি
বিতরের নামাজ
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা ? আশা করি আপনারা ভালো আছেন ।আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব বিতরের নামাজ সম্পর্কে ।
বিতর শব্দটি আরবি । এর অর্থ হচ্ছে বিজোড়। এ নামাজ তিন রাকাআত বিধায় এটিকে বিতর বলা হয়। কেউ কেউ বিতরের নামাজ এক রাকাআতও পড়ে থাকেন। ইশার নামাজের পরপরই এ নামাজ পড়া ওয়াজিব। আর রমজান মাসে তারাবিহ নামাজ পড়ার পর জামাআতবদ্ধভাবে ইমামের সঙ্গে বিতর নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ তাগিদ দিয়ে বলেন, বিতরের নামাজ পড়া আবশ্যক। যে ব্যক্তি বিতর আদায় করবে না, আমাদের জামাআতের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। (আবু দাউদ)
বিতরের নামাজ কয় রাকাত
বিতরের নামাজ মূলত্ব ৩(তিন) রাকাত ।বেশির ভাগ সময় পবিত্র এশারা নামাজের পরে বিতরের নামাজ আদায় করা হয় ।তবে এটা কোন নির্ধারীত সময় নয় বিতর নামাজের জন্য ।
বিতরের নিয়ত
বিতরের নামাজের নিয়ত উচ্চারনঃ নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা সালাসা রাক’আতাই সালাতিল বেত্রে ওয়াজিবুল্লাহি তা’লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা নিয়তঃ তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করার জন্য কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবর।
বিতরের নামাজের নিয়ম
অন্যান্য ফরজ নামাজের ন্যায় দুই রাকাআত নামাজ পড়ে প্রথম বৈঠকে বসে তাশাহহুদ পড়া। তারপর তৃতীয় রাকআত পড়ার জন্য উঠে সুরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত মিলানো।
বিতরের নামাজ পড়ার নিয়ম
কিরাআত (সুরা বা অন্য আয়াত মিলানোর পর) শেষ করার পর তাকবির বলে দু’হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো হাত বাঁধতে হয়। তারপর নিঃশব্দে দোয়া কুনুত পড়া। দোয়া কুনুত পড়ে পূর্বের ন্যায় রুকু, সিজদার পর শেষ তাশাহহুদ, দরূদ, দোয়া মাছুরা পড়ে ছালাম ফিরানোর মাধ্যমে বিতরের নামাজ সমাপ্ত করতে হয়।
বিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম
সতর্কতা- তৃতীয় রাকাআতে দোয়া কুনুত না পড়ে সিজদায় চলে গেলে নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে সাহু সিজদা করলেই চলবে। আবার ভুলে প্রথম বা দ্বিতীয় রাকাআতে দোয়া কুনুত পড়ে ফেললেও সাহু সিজদা দিতে হবে। সুতরাং বিতরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে নিয়মিত বিতরের নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।
বিতরের নামাজের দোয়া
দোয়ায়ে কুনুতের বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু’মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁয়্যাফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক।
বিতরের নামাজের পর তাহাজ্জুদ পড়া যাবে কি
জ্বি যাবে। তবে উত্তম হলো রাতের নামাজকে বেজোড় করে দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার সালাতের সাথে সালাতুল বিতর আদায় করে নেওয়ার পর আবার যদি রাত জেগে থাকেন, তাহলে তিনি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। সেক্ষেত্রে বিতর দ্বিতীয়বার আর পড়তে হবে না। তবে উত্তম হলো তিনি যদি নিশ্চিত থাকেন যে, আমি ইনশা আল্লাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য উঠব, তাহলে নামাজকে বিতর দিয়ে বেজোড় করা। আর যদি যদি এশার সালাতের সাথে বিতর পড়ে থাকেন, তারপরও তাহাজ্জুদ পড়তে পারবেন, অসুবিধা নেই
tags: বিতরের নামাজ, বিতরের নিয়ত, বিতরের নামাজের নিয়ম, বিতরের নামাজ পড়ার নিয়ম, বিতরের নামাজের দোয়া, বিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম, বিতরের নামাজ কয় রাকাত, বিতরের নামাজের পর তাহাজ্জুদ পড়া যাবে কি