Skip to content Skip to sidebar Skip to footer

বন্ধুত্ব নিয়ে ক্যাপশন 2025

    বন্ধুত্ব কি

    প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব সম্বন্ধে জানতে চাচ্ছেন। আর তাই আজকে আমরা আমাদের পোষ্ট টি তৈরি করেছি। আমাদের আজকের এই পোস্টের বন্ধুত্ব সম্পর্কে যা যা থাকছেঃ সেগুলো হলো বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন বন্ধুত্ব কি , বন্ধুত্ব মানে কি , বন্ধুত্ব নিয়ে ছন্দ, বন্ধুত্ব নিয়ে কবিতা, বন্ধুত্বের স্ট্যাটাস ,বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা ।আশা করছি পুরো পোস্টটি আপনারা ধৈর্য্য সহকারে পড়বেন এবং সঠিক তথ্যটি পাবেন।
    বন্ধুত্ব নিয়ে ক্যাপশন

     বন্ধুত্ব মানে কি

    বন্ধু জীবনে অক্সিজেনের মতো। যে কথা কাউকে বলা যায় না, সেই গোপন কথার ঝাঁপি নিশ্চিন্তে খুলে দেয়া যায় বন্ধুর সামনে। বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমীর একমাত্র সঙ্গী। বন্ধু মানে বাঁধ ভাঙা উচ্ছাস আর ছেলেমানুষী হুল্লোড়। সব ধরণের মানবিকতা বোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবনের চলার পথে অন্যতম সম্পদ। আবার সামান্য ভুল বোঝাবুঝি থেকে সহসাই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে দেখা যায়! যে ব্যাপারটা সামান্য আলোচনার মাধ্যমেই মিটে যেতো, তাকে বছরের পর বছর মনের মধ্যে পুষে রেখে বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্তও নিতান্ত স্বল্প নয়। বন্ধুত্বে বিশ্বাস রাখুন। তৃতীয় কোন পক্ষের বক্তব্যের জের ধরে সম্পর্কে ফাটল ধরাবেন না। বন্ধুর কোন কিছু অপছন্দ হলে অন্যের কাছে সমালোচনা না করে সরাসরি বলুন। শুনতে তিক্ত হলেও ফলাফল মধুর হবে। বন্ধুত্বে সৎ থাকুন। মিথ্যা তথ্য কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়বেন না। আপনি যা সেটাই প্রকাশ করুন। অযথা কৃত্রিমতা বর্জন করে নিজের ব্যাক্তিত্বকে প্রদর্শন করুন। মনের মতো বন্ধু পেতে সততার কোন বিকল্প নেই। সততা প্রিজারভেটিভ ছাড়াই সম্পর্কের বৃক্ষকে সতেজ রাখে।

    ‘বন্ধু’ শব্দটি যতই ছোট হোক, এর গভীরতা আর ব্যাপ্তি অনেক বেশি। বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না একে সংজ্ঞায়িত করা যায় না । এরিস্টটলের মতো করে বলতে হয় বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।

    বন্ধুত্ব নিয়ে ক্যাপশন

    বন্ধুত্ব নিয়ে ক্যাপশন

    দেখতে দেখতে সময় অনেক চলে গেছে।

    তোর আর আমার বন্ধুত্ব

    দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছে।

    কখন এতটা পথ একসাথে

    হাঁটা হয়ে গেল টের-ই পাইনি।

    আজ তোর জন্মদিনে তোকে নিয়ে হঠাৎ করে লিখে ফেললাম—-

    আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না

    কিন্তু আমি জানি তুই আমার বন্ধু।

    আমার সবথেকে ভাল বন্ধু।

    বন্ধু, ইচ্ছে ছিলো তোকে নিয়ে

    অনেক কিছু লেখার।

    সাথে নিয়ে তোকে

    পৃথিবীটাকে দেখার।

    তোকে নিয়ে ডায়েরি লেখাটা-

    আমার নিত্য নতুন অভ্যাস হয়ে আসছে,

    এই লেখা শেষ হবার নয়।

    বন্ধুত্ব নিয়ে কবিতা

    ভাল গল্প লিখতে পারিনা ,

    ছন্দ দিয়ে কবিতা লিখতে পারিনা ,

    সুর দিয়ে গান গাইতে পারিনা .

    সাহিত্য দিয়ে কথা বলতে পারিনা ,

    আবার ভাল ভাবে কাউকে

    শুভেচ্ছা জানাতে পারিনা ,

    তার পরও এই বেছন্দে বে সুরে ভাবে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

    কতখানি পথ একসাথে হেঁটেছি?

    আর কতখানি বাকি?

    জানিস নাকি?

    ভেবেছিস কখনো?

    বৃথা মনে হচ্ছে এ

    সব ভাবাভাবি…

    তবে , কি দরকার

    মিছে ভেবে?

    শুরু যখন হয়েছে

    পথ চলা

    দেখা যাক নীলিমা

    ছুঁতে পারি কিনা!

    না পারি তবু রংধনু

    আঁকি পথে।

    সকল আশা পূরণ হোক।

    দু:খ গুলো দূরে যাক

    সুখে জীবনটা ভরে যাক।

    জীবনটা হোক ধন্য

    বন্ধুত্ব নিয়ে  বিখ্যাতদের কিছু উক্তিঃ

    কাউকে সারাজীবন কাছে পেতে চাও?

    তাহলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে অাগলে রাখো।

    কারণ প্রেম একদিন হারিয়ে যাবে

    কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।…………….উইলিয়াম শেক্সপিয়র।

    গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল,

    বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ…..…………. রবীন্দ্রনাথ ঠাকুর।

    প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো বন্ধুত্ব।………………….এমারসন।

    দু’টি দেহে একটি অাত্মার অবস্থানই হলো বন্ধুত্ব।……………….এরিস্টটল।

    অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা  অালোতে একা হাঁটার চেয়েও ভালো। ………………হেলেন কেলার।

    বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারে।………………উইড্রো উইলসন।

    তোর কিছু গুন আছে যার জন্য তুই সেরা।

    তোর সাথে পরিচয় না হলে বন্ধুত্ব টা কি সেটা কখন বুঝতে পারতাম বলে মনে হয় না।

    ফোন দিছিলাম তোকে পেলাম না

    তাই বলে কি উইশ করবো না

    তা তো হয় না।

    রবিঠাকুর কয়েকটা লাইন মনে পড়ে গেলো–

    “জন্মদিন আসে বারে বারে

    মনে করাবারে

    এ জীবন নিত্যই নূতন

    প্রতি প্রাতে আলোকিত

    পুলকিত

    দিনের মতন।

    আমাদের বন্ধুত্ব সবকিছুকে ছাড়িয়ে যাবে,

    এবং শেষ পর্যন্ত তা আমৃত্যু ঠিকে থাকবে।

    best friend ক্যাপশন

    বন্ধুত্বের ইতিউতি
    জাহানারা বুলা।

    বন্ধুত্ব গভীর কি করে হয়?
    কাছে গেলাম, চেপে ধরলে,
    চেটেপুটে খেয়ে নিলে?
    এমন বন্ধু হতে পারবো আমি?

    তাই বলে ভালোবাসার অনুরণন অনুভবে আনবো না?
    জানতে চাইবো না – কেমন আছো?
    জানাবো না- যতটুকু ভালো আছি, নিরুপায় হয়েই?

    তুমি যে খুব ভালো থাকো, বোঝা যায় –
    এই যেমন, মোটেও উন্মুখ নও কথা বলতে,
    তোমাকে নিয়ে কবিতা অনুরূপ্য যা কিছু লিখি তা পড়তে।

    হয় তো কাছে পেলে শক্ত আলিঙ্গনে বেঁধে
    দীঘল চুলের সুবাসে উন্মত্ত হয়ে
    আবেশ কম্পিত ঠোঁটে বলবে- ভালোবাসি।

    ওটা ভালোবাসা নয়,
    তৃষ্ণার সম্ভাব্য চরিতার্থের হরষ ওটা।
    আমি যে ভাবনার আকাশ বুকে নিয়ে উড়াউড়ি করি,
    শিশির, শিউলী বোঁটা হয়ে তোমার দাওয়ায় ঝরে পড়ি –
    ওটা ভালোবাসা।

    কাছে আসবো না, বলিনি তো!
    একদিন চায়ের কাপে ঝড় তুলবো,
    সিঙাড়ার আলু-বাদাম খুটে খেতেখেতে
    চোখ তুলে বারবার তোমাকেই দেখবো,
    হাতটাও ধরবো –
    মুখোমুখি বসে থেকে এপাড়ে ওপাড়ে সেতু গড়ে তুলবো –
    বন্ধুত্বে এটুকুই গভীরতা ভালো।

    বন্ধুত্ব নিয়ে উক্তি

    বন্ধুত্ব কিছু কথা একটি ভালাে বন্ধু হলাে কম্পিউটারের মতাে সে ‘ এন্টার করে তােমার জীবনে “ সেভ ” করে তােমাকে নিজের হৃদয়ে “ ফরম্যাট করে তােমার প্রবলেম “ সিফট ’ করে তােমার অপরচুনিটি এবং কখনাে ডিলিট করবে না “ তােমাকে তার মেমােরি | আমি সব সময় ভাবি একজনকে ভালােবাসা ছিল একটি গ্রেটেস্ট ফিলিং । কিন্তু আমি এটাও রিয়ালাইজ করি যে একটি বন্ধুকেই ভালােবাসি অনেক বেটার যাকে, আমরা ভালােবাসি কিন্তু তাকে হারিয়ে ফেলি হারাই না সত্যিকারের বন্ধু ।

    বিখ্যাত কয়েকজনের উক্তি নীচে দেওয়া হল :

    ১. ” একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

    ২. ” প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

    ৩. ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। ”

    “জীবনে যদি সহযোগিতা পেতে চান,
    তবে ভাল বন্ধুত্ব গড়ে তুলুন”

    বিশ্বাসের পরম বন্ধু, এপাড়ে ঔপাড়ে,
    বিশ্বাসের পরম বন্ধু সৎ আচার-আচরণে গুণে
    সৎপথে দিকে এগিয়ে নিয়ে যায়।

    স্বার্থপর বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

    মানুষের জীবনে একজন ভাল বন্ধু গুরুত্ব অনেকখানি মানুষের মনের গোপন অনুভূতি গুলো প্রকাশের জন্য একজন সত্যিকারের ভাল বন্ধুর প্রয়োজন আছে।মানুষ কখনও একাকী বাস করতে পারে না।বন্ধু মানুষের অনেক থাকতে পারে।তবে সত্যিকারে ভাল বন্ধু একজন বা দুইজনের অধিক হয় না,তাই আপনি যদি একজন ভালো বন্ধু হতে চান তবে আপনার মনে ভেতরে কতগুলো গুণের সমন্বয় ঘটাতে হবে।

    বন্ধুত্বের ক্ষেত্রে সবচাইতে বড় গুণ সেটি হচ্ছে গোপনীয়তা,তাই আপনার বন্ধু যদি আপনাকে বিশ্বাস করে কোন কথা বলেন তবে তা গোপন রাখুন।মনে রাখবেন বিশ্বাস একবার ভেঙ্গে গেলে তা আর ফিরে আসেনা।নিজে বিশ্বাসী হোন এবং বিশ্বাসী বন্ধু নিবার্চন করুন।সে ছেলে বা মেয়ে হোক না কেন তার উপর আপনি কতটা নির্ভর করতে পারবেন ভেবে দেখুন।

    বিনয় হচ্ছে মানুষের সবচাইতে বড় গুণ।আপনি যদি একজন সত্যিকারে ভাল বন্ধু হতে চান তবে আপনার আচার-আচরণ ঠিক রাখতে হবে।আর আপনি বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে।

    একজন ভাল বন্ধু স্বর্গীয় উপহার এবং পবিত্র বন্ধন,যা সবার ভাগ্যে জোটে না।তবে যাদের ভাগ্যে জোটে তারা ভাগ্যবান।এ কথা স্বীকার না করে উপায় নাই।বন্ধুত্ব রক্ষার্থে গতিময় তাও ছন্দ বজায় রাখুন।এজন্য মাঝে মধ্যে বিশেষ উপলক্ষগুলোতে বন্ধুদের ছোটখাটো শুভেচ্ছা উপহার দিন।

    বন্ধুত্ব নিয়ে কিছু কথা

    • জীবনে যদি এমন একজন বন্ধু না থাকে যার কাছে সমস্ত কথা বলা যায়, তাহলে তা নেশাগ্রস্ততা বা ওবেসিটির মতোই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
    • একজন মানুষের সারা জীবনে গড়ে ৩৯৬ জন ভাল বন্ধু হয়। কিন্তু মজার ব্যাপার হল প্রতি ১২ জন বন্ধুতে মাত্র একজন বন্ধু শেষ পর্যন্ত টিকে যায়।
    • কথায় বলে, বন্ধুত্বে যদি সত্যিই প্রাণের টান থাকে তবে ৫০ বছর কোনও যোগাযোগ না থাকার পরে দেখা হলেও বন্ধুরা একে অপরকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে।
    • বন্ধুত্ব হল এমন একটি অনুভূতি যা শিশুদের মধ্যে তৈরি হয় সেই সময় থেকে যখন তারা ভালভাবে নিজেকে প্রকাশ করতেও শেখে না।  কোনও বিশেষ খেলনা বা সফট টয়ের প্রতি শিশুদের আকর্ষণ আসলে এক ধরনের বন্ধুত্বই।
    • একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক মহিলার মধ্যে কোনও রকম যৌন চাহিদা ছাড়াই নিছক বন্ধুত্ব অত্যন্ত বিরল।  উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রেও ৮৮ শতাংশ পুরুষ তাদের বান্ধবীদের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট।
    • ২০০৪ সালে আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউয়ের একটি রিপোর্ট বলছে গত ২০ বছরে অর্থাৎ গত শতাব্দীর আশির দশক থেকে মিলেনিয়াম দশক পর্যন্ত  সারা পৃথিবীতে বিশ্বস্ত বন্ধুর সংখ্যা গড়ে এক-তৃতীয়াংশ কমে গিয়েছে।
    • করনেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্ট বলছে, বেশিরভাগ মানুষেরই জীবনে সর্বাধিক দু’জন প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থাকে।
    • কর্মস্থলে বন্ধুত্ব খুবই বিরল। সহকর্মী আর বন্ধু কখনওই সমার্থক নয়।  লিঙ্কডইন-এর একটি সমীক্ষা বলছে ১৯৮০ সালের পরে যাঁদের জন্ম তাঁদের মধ্যে ৬৮ শতাংশ মানুষ প্রোমাশনের জন্য সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করতে রাজি।
    • ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি বন্ধুবৎসল হয়। লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা বলছে ছেলেরা বন্ধুদের চেয়েও বেশি মূল্য দেয় পারিবারিক সম্পর্কগুলিকে।
    • অ্যানথ্রোপলজিস্ট রবিন ডানবারের বক্তব্য, প্রেম প্রত্যেকটি মানুষের জীবনে অন্ততপক্ষে দু’টি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে। ছেলে হোক বা মেয়ে,  প্রেমে পড়ার কিছুদিনের মধ্যেই তার ঘনিষ্ঠতম বন্ধুদের দু’জনকে সে হারায়।

    বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি

    • একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক মহিলার মধ্যে কোনও রকম যৌন চাহিদা ছাড়াই নিছক বন্ধুত্ব অত্যন্ত বিরল। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রেও ৮৮ শতাংশ পুরুষ তাদের বান্ধবীদের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট।
    • বন্ধুত্ব হল এমন একটি অনুভূতি যা শিশুদের মধ্যে তৈরি হয় সেই সময় থেকে যখন তারা ভালভাবে নিজেকে প্রকাশ করতেও শেখে না। কোনও বিশেষ খেলনা বা সফট টয়ের প্রতি শিশুদের আকর্ষণ আসলে এক ধরনের বন্ধুত্বই।
    • একজন মানুষের সারা জীবনে গড়ে ৩৯৬ জন ভাল বন্ধু হয়। কিন্তু মজার ব্যাপার হল প্রতি ১২ জন বন্ধুতে মাত্র একজন বন্ধু শেষ পর্যন্ত টিকে যায়।
    • জীবনে যদি এমন একজন বন্ধু না থাকে যার কাছে সমস্ত কথা বলা যায়, তাহলে তা নেশাগ্রস্ততা বা ওবেসিটির মতোই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
    • করনেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্ট বলছে, বেশিরভাগ মানুষেরই জীবনে সর্বাধিক দু’জন প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড থাকে।
    • ২০০৪ সালে আমেরিকান সোশিওলজিক্যাল রিভিউয়ের একটি রিপোর্ট বলছে গত ২০ বছরে অর্থাৎ গত শতাব্দীর আশির দশক থেকে মিলেনিয়াম দশক পর্যন্ত সারা পৃথিবীতে বিশ্বস্ত বন্ধুর সংখ্যা গড়ে এক-তৃতীয়াংশ কমে গিয়েছে।
    • ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি বন্ধুবৎসল হয়। লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা বলছে ছেলেরা বন্ধুদের চেয়েও বেশি মূল্য দেয় পারিবারিক সম্পর্কগুলিকে।
    • কর্মস্থলে বন্ধুত্ব খুবই বিরল। সহকর্মী আর বন্ধু কখনওই সমার্থক নয়। লিঙ্কডইন-এর একটি সমীক্ষা বলছে ১৯৮০ সালের পরে যাঁদের জন্ম তাঁদের মধ্যে ৬৮ শতাংশ মানুষ প্রোমাশনের জন্য সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করতে রাজি।
    • কথায় বলে, বন্ধুত্বে যদি সত্যিই প্রাণের টান থাকে তবে ৫০ বছর কোনও যোগাযোগ না থাকার পরে দেখা হলেও বন্ধুরা একে অপরকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে।
    • অ্যানথ্রোপলজিস্ট রবিন ডানবারের বক্তব্য, প্রেম প্রত্যেকটি মানুষের জীবনে অন্ততপক্ষে দু’টি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে। ছেলে হোক বা মেয়ে, প্রেমে পড়ার কিছুদিনের মধ্যেই তার ঘনিষ্ঠতম বন্ধুদের দু’জনকে সে হারায়।

    বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন

    • বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলের মালা, তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা। চোখের কান্না মুছে দেব দেব তোমায় হাসি, তাই তো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি
    • আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
    • টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য ।
    • ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!
    • আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাইছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালোবাসতে ।
    • মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো. মিটি মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।
    • বন্ধু তুমি আমার হৃদয়েরবাধন, আছো তুমি,থাকবে আমার… মিশে এহৃদয়ে সারাটি জীবন.। বন্ধুতুমি আমার ভোরেরপাখি, হারিয়ে গেলে কভু দূরঅজানায় আমায়তুমি খুজে নিবে নাকি.? বন্ধু তুমি আমার আশার আলো,দুইনয়নে
    • ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি
    • ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য । শিশির ভেজা ফুলের মত পবিত্র । কিন্তু সময়ের কাছে পরাজিত । বাস্তবতার কাছে অবহেলিত ।
    • হয়তো সময় যাবে থেমে, হয়তো সুর্য যাবে ডুবে, হয়তো কেউ রবে না পাশে, ভয় পেয় না তুমি হবেনা একা, হাত বাড়ালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা।
    • বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি, একবার তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।
    • জীবন কারো জন্যে থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে !
    • আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছুই খোঁজে না তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছুই বুঝতে চাইনা তোমায় ছাড়া ।
    • তুমি সেই কবিতা ! যা প্রতিদিন ভাবি…. লেখতে পারিনা । তুমি সেই ছবি ! যা কল্পনা করি…. আঁকতে পারি না । তুমি সেই ভালোবাসা ! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনোই পাই না ।
    • ღღ ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ| ❃ღღHappy Valentines dayღღ❃
    • ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে! মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো. মিটি মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন.
    • ღღ টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে… ❃ღღHappy Valentines dayღღ❃
    • ღღ মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥ ❃ღღHappy Valentines dayღღ❃
    • ღღ আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !! ❃ღღHappy Valentines dayღღ❃
    • এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন! আমার হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি….. _আই মিসস ইউ
    • তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

    বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

    • যে বন্ধু সুদিনে ভাগ বসায়,, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,, সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!!
    • বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি , বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি…
    • বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
    • সকাল হলে এসো তুমি , শিশির কণা হয়ে .. সন্ধ্যা হলে এসো তুমি , রক্ত জবা হয়ে .. রাত হলে জ্বলো তুমি , জোনাকি হয়ে .. সারা জীবন থেকো তুমি , আমার বন্ধু হয়ে।
    • বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, গল্প করব তোমার সাথে আমি সারারাত তুমি যদি কষ্ট পাও, আমায় দিও ভাগ, তোমার কষ্ট শেয়ার কর,হাতে রেখে হাত………।
    • বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে… কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন !!!
    • সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত, চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত, কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!
    • আমার ভাবনা বলে I miss you , আমার মন বলে I feel you, আমার চোখ বলে I see you, আমার হৃদয় বলে I like you, আমার এসএমএস বলে How Are you
    • দুঃখ তুমি প্রমিস করো, আমায় চুবে না। সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না। চোখ তুমি প্রমিস কর, আমায় কাদাবে না। আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!!
    • একটু খানি শোন একটু আমায় জানো.. একটু খবর নিয়ো,, একটু যখন একা, একটু দিয়ো দেখা,, একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ
    • বন্ধু… কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই । চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব। তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী, হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে Friends Never Die. বন্ধু কখনো মরেনা।
    • সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে। কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে ছায়ার মতোই পাশে থাকে।
    • যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হা রিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।
    • যে বন্ধু সুদিনে ভাগ বসায়,, আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,, সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!
    • বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর.. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
    • নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁদছো কেনো তুমি- এই দেখো তোমার পাশে দাড়িয়ে আছি আমি- তোমার চোখের এক ফোটা জল পড়বে নাকো নিচে- যতো দিন আমি বন্ধু আছি তোমার পাশে ||
    • ভালো বন্ধু হলো সেই, যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে, পিতার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি, ভাইয়ের মতো জ্বালাবে আর ভালবাসবে “আপনার প্রেমের মানুষের থেকেও বেশী।”
    • তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা, স্মৃতি গুলোকে নিয়ে যেতে পারবে না॥ হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে কোনদিনও ভুলতে পারবে না । প্রতিটি মূহুর্ত তোমাকে স্মরণ করিয়ে দিবে, নিরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য…..
    • কে গো তুমি নাম কি গো তোমার, তুমি কী পাগল না পাগলি, পর কী শার্ট না শাড়ি, মুখে কী মেকাপ না দাড়ি, হাতে কি ব্যাসলেট না ঘড়ি, তুমি কি নর না নারী, তুমি কি জিন না পরি, আমি কি তোমার বন্ধু হতে পারি?
    • ভালবাসি বাংলা , ভালবাসি দেশ । ভাল থেকো তুমি আমি আছি বেশ । ভালবাসি কবিতা , ভালবাসি সুর । কাছে থেকো বন্ধু যেও নাক দূর ।
    • রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে, বাগান সুন্দর ফুল ফুটলে, আর জীবন সুন্দর তোমার মত ভাল একটা বন্ধু থাকলে।

    Tag:বন্ধুত্ব নিয়ে ক্যাপশন, বন্ধুত্ব নিয়ে কবিতা, best friend বন্ধুত্ব নিয়ে ক্যাপশন, বন্ধুত্ব নিয়ে উক্তি, স্বার্থপর বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস, বন্ধুত্ব নিয়ে কিছু কথা,বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি, বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন, বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস,

    Leave a comment