Skip to content Skip to sidebar Skip to footer

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪, প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf

    প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪

    প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪, প্রতিবন্ধী ভাতার আবেদন, প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন,,প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf

    আসসালামু আলাইকুম যারা প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪ অনলাইনে করতে চাচ্ছেন বা এ বিষয়ে জানতে ইচ্ছুক আজকে আপনাদের জানাবো প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪ সম্পর্কে। আশা করি এই লেখাটি শেষ পর্যন্ত পড়লে 
    প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪ কিভাবে করবেন তা বুঝতে পারবেন।

    প্রতিবন্ধী ভাতার আবেদন

    এখন আপনাদের জানাবো প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করবেন।যারা 

    প্রতিবন্ধী ভাতার আবেদন করতে চান। এই লেখাটি পড়ে প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন।

    প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করার নিয়মঃ- 

    ধাপ ১ঃ সমাজসেবার ভাতার আবেদনের ওয়েবসাইটের http://mis.bhata.gov.bd/onlineApplication । লিংকে ক্লিক করে Google Chrome থেকে এই সাইটে যান।  

    ধাপ ২ঃ  এখানে প্রথম বক্সে যার নামে আবেদন করবেন তার এনআইডি কার্ডের নম্বর লিখুন ও দ্বিতীয় বক্সে তার জন্ম তারিখ সিলেক্ট করে করুন। এরপর ‘যাচাই করুন‘ বাটনে ক্লিক করুন।

    ধাপ ৩ঃ এনআইডি কার্ড থেকে ছবিসহ আবেদনকারীর কিছু তথ্য স্বয়ংক্রীয়ভাবে পূরণ হয়ে যাবে। এখান থেকে যেই তথ্য অটোমেটিক পূরণ হবে না সেগুলো নিজে সঠিকভাবে পূরণ করতে হবে।

    ধাপ ৪ঃ এই ধাপে আবেদনকারী সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে। তথ্যগুলো হলো

    ১।বৈবাহিক অবস্থা

    ২।শিক্ষাগত যোগ্যতা

    ৩।পরিবারের সদস্য সংখ্যা (পুরুষ, মহিলা ও হিজড়া)

    ৪।পেশা

    ৫।বার্ষিক আয়

    ৬।স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য

    ৭।সরকারি বা বেসরকারি আর্থিক সুবিধার তথ্য

    ৮।বাসস্থান তথ্য

    ৯।ভূমির পরিমাণ

    ১০।প্রতিবন্ধীর ধরণ ডিআইএস অনুযায়ী

    ১১।প্রতিবন্ধীর মাত্রা ডিআইএস অনুযায়ী

    ধাপ ৫ঃ এই ধাপে যোগাযোগের তথ্য দিতে হবে। আবেদনের ঠিকানা, মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি কার সেটি সিলেক্ট করুন, ইমেইল (যদি থাকে) পূরণ করুন।

     এখন সংরক্ষণ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিন।

    প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf

    সমাজসেবার ভাতার আবেদনের ওয়েবসাইটের http://mis.bhata.gov.bd/onlineApplication । লিংকে ক্লিক করে Google Chrome থেকে এই সাইটে যান। 

    প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf

     Tags: প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৪, প্রতিবন্ধী ভাতার আবেদন, প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন,,প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf

    Leave a comment