নেইমারের মোট গোল সংখ্যা কত | latest news on neymar 2025
নেইমার | Neymar
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের প্রিয় ফুটবল খেলোয়াড় নেইমার সম্পর্কে বিশেষ কিছু তথ্য।
নেইমারের ছবি | Neymar pic | নেইমার পিকচার | নেইমারের পিক
নেইমার ব্রাজিলের একজন ফুটবল খেলোয়াড়। নেইমার কে লাখ লাখ ফুটবলপ্রেমী মানুষ ভালোবাসে। নেইমারের বিশ্বজুড়ে অনেক ফ্যান রয়েছে। যারা নেইমারকে খুব ভালবাসে। হাজার হাজার মানুষ নেইমারের বিভিন্ন ধরনের ছবি খুঁজছে। আর সেজন্যই আমরা এখানে নেইমারের কয়েকটি ছবি দিচ্ছি।
নেইমারের খেলা
ব্রাজিলের ফেমাস একজন খেলোয়াড় নেইমার তাকে চেনে না এমন কেউ নেই। সবাই তাকে ভালোবাসে তার খেলার জন্য। নেইমার অসাধারণ ফুটবল খেলতে পারে। ব্রাজিলের ফুটবল দলের মধ্যে নেইমার ই সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। যারা নেইমারের খেলা মনোযোগ দিয়ে দেখে তারা নেইমারের প্রশংসা না করে থাকতে পারে না। আমারও নেইমারের খেলা খুবই ভালো লাগে।
নেইমারের স্ত্রী | neymar wife picture
বিশ্বসেরা এই খেলোয়াড়ের সম্পর্কে জানতে সবারই আগ্রহ থাকে। আর এই খেলোয়াড়ের জীবনী সম্পর্কে ও সবাই জানতে চাই। নেইমার 19 বছর বয়সে প্রথম বাবা হন কিন্তু তার প্রথম স্ত্রীর সঙ্গে তার বেশিদিন সম্পর্ক মাইনি। গার্লফ্রেন্ড হয় এবং তাদের সম্পর্ক এখনো রয়েছে। নেইমারের এখনকার গার্লফ্রেন্ডের নাম হল ব্রুনা মার্কুইজিন।
নেইমারের মোট গোল সংখ্যা কত | জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা
যতবার ব্রাজিলের দলের সাথে কোন কোন দলের খেলা হয় বেশিরভাগ সময়ই ব্রাজিলের দল জয়ী হয়। আর জয়ী হয় শুধুমাত্র নেইমারের কারণেই। নেইমার ডান পায়ে সর্বোচ্চ ২১১ গোল করেছেন নেইমার। বাম পা থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ গোল। হেডে ১৯ গোল করেছেন। সর্বমোট নেইমার 300 গোল দিয়েছে।
Tag: নেইমারের স্ত্রী, নেইমারের ছবি, নেইমার পিকচার, নেইমারের খেলা, নেইমার মেসি, নেইমারের পিক, নেইমারের খবর, নেইমারের মোট গোল সংখ্যা কত, জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা,