Skip to content Skip to sidebar Skip to footer

নতুন গজল ২০২৫ | বাংলা নতুন গজল ২০২৫ | নিউ গজল lyrics ২০২৫

নতুন গজল ২০২২, বাংলা নতুন গজল ২০২২, নিউ গজল lyrics ২০২২

 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশাকরি আল্লার রহমতে সবাই ভাল আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি ।

প্রতিদিনের মতোই আমি আজ আপনাদের মাঝে নতুন গজল ২০২৫ | বাংলা নতুন গজল ২০২৫ | নিউ গজল lyrics ২০২৫  নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের সাথে নতুন গজল ২০২৫ | বাংলা নতুন গজল ২০২৫ | নিউ গজল lyrics ২০২৫ আলোচনা করব এবং কিছু গজলের লিরিক্স তুলে ধরব।

নতুন গজল ২০২৫

আপনারা যারা নতুন গজল ২০২৫ খুঁজছেন কিন্তু মনের মত গজল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আজ নতুন গজল ২০২৫ এরমধ্যে সুন্দর একটি গজল শেয়ার করেছি এবং  নতুন গজল ২০২৫ এর মধ্যে একটি গজল এর সম্পূর্ণ লিরিক্স তুলে ধরেছি। 

নিখিলের চির সুন্দর সৃষ্টি

আমার মোহাম্মদ রসুল

কুল মাখলুকাতের গুল্বাগে

যেন একটি ফোটা ফুল।।

নুরের রবি যে আমার নবী

পুণ্য করুনা ও প্রেমের ছবি

মহিমা গায় তারি নিখিল কবি

কেউ নয় তার সমতুল।।

পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়

হাসিল নিখিল আলোক- আভায়

পুলক লাগিল তরু ও লতায়

খুশিতে সবাই মশগুল।।

আঁধার রাতের সে যে চাঁদের কিরণ

করু সাহারার বুকে সুধা বরিষন

নীরব ধরার গুল বাগিচাতে যেন

গান গেতে এল বুলবুল।।

-গোলাম মোস্তফা- 

বাংলা নতুন গজল ২০২৫

আপনারা কি বাংলা নতুন গজল ২০২৫ খুঁজছেন!! তাহলে আজকের এই পোস্টটি ভালভাবে পড়ুন কারণ আমি এখানে বাংলা নতুন গজল ২০২৫ এর মধ্যে বাংলা নতুন গজল ২০২৫ এর সুন্দর গজল অন্তর্ভুক্ত করেছি এবং বাংলা নতুন গজল ২০২৫ এর সম্পূর্ণ লিরিক্স তুলে ধরেছি। 

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়

আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ

জয় করিল, দিল রে লাজ,

আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে

দোলে শিশু ইসলাম দোলে,

কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি

সব গুনাহের পেল মাফি

দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল’ইয়ে ও নাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম

জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

-কাজী নজরুল ইসলাম- 

 নিউ গজল lyrics ২০২৫

আপনারা যারা নিউ গজল lyrics ২০২৫  খুঁজছেন কিন্তু  নিউ গজল lyrics ২০২৫  খুঁজে পাচ্ছেন না কিংবা নিউ গজল lyrics ২০২৫  সম্পূর্ণ খুঁজে পাচ্ছে না অথবা নিউ গজল lyrics ২০২৫  এর মধ্যে অন্তর্ভুক্ত গজলটি আপনাদের মনের মত হচ্ছেনা তাহলে আমার আজকের নিউ গজল lyrics ২০২৫   এই পোস্টটি ভালভাবে দেখুন কারণ আমি আজকের এই নিউ গজল lyrics ২০২৫  পোস্টটিতে নিউ গজল lyrics ২০২৫  এরমধ্যে সুন্দর একটি গজল এর লিরিক্স তুলে ধরেছি। 

তুমার নামে গান গাহিলে কন্ঠে আসে সুর।

তুমার নামে আযান শুনে রাত্রি,

যে হয় ভুর।

তুমার নামে গান গাহিলে কন্ঠে আসে সুর।

তুমার নামে গাছের ডালে পাখির কলরব।

তুমার হাতে জীবন মরন।

আনন্দ উৎসব,

সবার মনে প্রশান্তি দেও।

দুক্ষ করে দূর।

তোমার নামে গান গাহিলে কন্ঠে আসে সুর।

তুমার নামে আজান শুনে,

রাত্রি যে হয় ভুর।

প্রভু তুমি চন্দ্র উঠাও,

ফুটাও হাজার ফুল।

বিচিত্র সব সৃস্টি সব তুমার।

প্রভু তুমি দাও খুলে দাও,

তুমারি হাম-দাম।

তুমার নামে গান গাহিলে কন্ঠে আসে সুর।

তুমার নামে আযান শুনে।

রাত্রি হয় যে ভুর।

তুমার নামে গান গাহলে কন্ঠে আসে সুর। 

ট্যাগ: নতুন গজল ২০২৫, বাংলা নতুন গজল ২০২৫, নিউ গজল lyrics ২০২৫

Leave a comment