Skip to content Skip to sidebar Skip to footer

রুকু ও দুই সিজদার মাঝের দোয়া অর্থসহ মিজানুর রহমান আজহারী |

    দুই সিজদার মাঝের দোয়া | দুই সিজদার মাঝের দোয়া মিজানুর রহমান আজহারী

    ভিজিটর ভাই ও বোনেরা আসাকরি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আামি ও ভালো আছি আজকে আমরা শিখবো। দুই সিজদার মাঝের দোয়াদুই সিজদার মাঝের দোয়া মিজানুর  রহমান আজহারী।
    আামরা জানি যে দুই সিজদার মাঝে স্থির হয়ে বসা ওয়াজিব।  এবং হাদিসে এ সময়ে পড়ার দুটি দোয়াও পাওয়া যায়-
    [اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَ ارْحَمْنِيْ وَ عَافِنِيْ وَ اجْبُرْنِيْ وَ ارْزُقْنِيْ]- এবং [رب اغفرلي  رب اغفرلي]

    হানাফি আলিম অন্যতম শাইখ আব্দুর রহমান বিন ইউসুফ বলেছেন যে, এই দোয়া পাঠ করা ২ সেজদার মাঝে ওয়াজিব এবং এই বিষয়ে আলোচনা করেছেন মিজানুর রহমান আজহারী।

    দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবে | দুই সিজদার মাঝের দোয়া অর্থসহ

    আসসালামু আলাইকুম ভিজিটর ভাই ও বোনেরা।আজকে আমরা জানবো।দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবেসিজদার মাঝের দোয়া অর্থসহ
     
    হজরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন- اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ 
     
    উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত) 
     
    অর্থ: হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। 
     
    নামাজে দুই সিজদার মাঝের দোয়া পড়া ওয়াজিব। এজন্য এ দোয়াটি না পড়লে নামাজ হবে না। কাজে উপরে উল্লেখিত দোয়াটি অর্থসহ শিখে নিন।

    রুকু ও দুই সিজদার মাঝের দোয়া

    ভিজিটর বন্ধুরা আজকে  জানবো, রুকু ও দুই সিজদার মাঝের দোয়া। 
    হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) রুকুতে গেলে এই দোয়া পড়তেন। 
     

    উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আজিম। 

    অর্থ : আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। দোয়াটি তিনবার বা ততোধিক (পাঁচ/সাতবার) পড়া ভাল

    মা আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন ‘সুরা নাসর নাজিল হওয়ার পর রাসুলুল্লাহ্ (সা.) ‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফিরলি’ এ দোয়াটি রুকু ও সিজদার সময় বেশি বেশি পাঠ করতেন।’ (বোখারি : ৪৯৩)।

    See More: নামাজ পড়ার সঠিক নিয়ম । কিভাবে সঠিক নিয়মে সালাত আদায় করবেন । পাঁচ ওয়াক্ত নামাজ /সালাত আদায়ের নিয়ম


    Tags: দুই সিজদার মাঝের দোয়া,দুই সিজদার মাঝের দোয়া মিজানুর রহমান আজহারী,দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবে,দুই সিজদার মাঝের দোয়া অর্থসহ,রুকু ও দুই সিজদার মাঝের দোয়া

    Leave a comment