ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কী বুঝ ট্রান্সলেশন কি/কী | কোন অঙ্গাণুকে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয় রাইবোসোম কে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয় | মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন
ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কী বুঝ/ট্রান্সলেশন কি/কী
উত্তর : যে প্রক্রিয়ায় mRNA অণুতে অবস্থিত বেসের অনুক্রম অ্যামিনাে এসিডের অনুক্রমে রূপান্তরিত হয়ে একটি প্রােটিন শৃঙ্খল গঠন করে তাকে ট্রান্সলেশন বলে । এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের tRNA অণুর প্রয়ােজন হয় । নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আগত mRNA অণু রাইবােজোমের সঙ্গে যুক্ত হলে তখন এ প্রক্রিয়া সংঘটিত হয় ।
কোন অঙ্গাণুকে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয়/রাইবোসোম কে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয়
উত্তর : রাইবােসােমকে কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয় । সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানাে গােলাকার বা ডিম্বাকার অঙ্গাণুর নাম রাইবােসােম । রাইবোেসামের প্রধান রাসায়নিক উপাদান হলাে RNA এবং প্রােটিন । প্রােটিন সংশ্লেষণ করাই রাইবােসােমের প্রধান কাজ । প্রােটিন সংশ্লেষণের সাথে জড়িত থাকার কারণে রাইবােসােমকে কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয় ।
মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন
উত্তর : মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র , ফ্যাটি এসিড ক্র , ইলেকট্রন ট্রান্সপাের্ট সিস্টেম প্রভৃতি ঘটে থাকে । এটি কোষের যাবতীয় বৈজ্ঞানিক কাজ সম্পাদনের প্রয়ােজনীয় শক্তির একমাত্র উৎস । এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলে ।
টাগ: ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কী বুঝ/ট্রান্সলেশন কি/কী,কোন অঙ্গাণুকে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয়/রাইবোসোম কে কেন কোষের প্রােটিন তৈরির কারখানা বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন