Skip to content Skip to sidebar Skip to footer

ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত | The purpose of performing the funeral prayer behind the imam 2025 | last day of life

    ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত

    আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক আজকে আপনাদের জানাবো ইমামের পিছনে জানাজার নামাজের নিয়ত সম্পর্কে। 

    যেহেতু জানাযার নামাজ মৃত ব্যক্তির নাজাত ও মাগফিরাতের জন্য পড়া হয়, তাই আমাদের জানাযার নামাজের সঠিক নিয়ত সম্পর্কে জানা উচিত।

    নাইয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবায়া তাকবীরাতি ছালাতিল জানাযাতি ফারদ্বিল কিফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবিয়্যি ওয়াদ্দুয়াউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলাজিহাতি কা’আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

    এখানে নিয়তে ‘লেহাযাল মাইয়্যেতে’ পুরুষ/ছেলে লাশ হলে পড়তে হবে, আর লাশ নারী/মেয়ে হলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলতে হবে।

    অর্থ: আমি আল্লাহর জন্য কেবলামুখী হয়ে ফরজে কিফায়া জানাযার নামায চার তাকবীরের সাথে এই ইমামের পিছনে আরম্ভ করলাম, আল্লাহু আকবার।

    Leave a comment