Skip to content Skip to sidebar Skip to footer

চন্দ্র গ্রহণ ২০২৪ | চন্দ্রগ্রহণ ২০২৪ সময়সূচী | চন্দ্রগ্রহণ ২০২৪ বাংলাদেশ

চন্দ্র গ্রহণ ২০২৪ | চন্দ্রগ্রহণ ২০২৪ সময়সূচী| চন্দ্রগ্রহণ ২০২৪ বাংলাদেশ 

চন্দ্র গ্রহণ ২০২৪

প্রিয় ভিজিটর ভাই, বোন ও বন্ধুগণ কেমন আছেন? আশা করি ভালো আছেন।যারা

 চন্দ্র গ্রহণ ২০২৪চন্দ্রগ্রহণ ২০২৪ সময়সূচীচন্দ্রগ্রহণ ২০২৪ বাংলাদেশ লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটে এসেছেন আপনাদের জন্য আজকের এই পোস্ট। এই পোস্ট টি পড়ে আপনি জানতে পারবেন চন্দ্রগ্রহণ ২০২৪ সময়সূচী। 

২০২৪ সালে দুইবার চন্দ্রগ্রহণ  সংঘটিত হবে। ২০২৪ সালের প্রথম চন্দ্র গ্রহণ ৫-৬ মে ঘটবে। এবং ২য় চন্দ্রগ্রহণ ২৮ থেকে ২৯ অক্টোবর তারিখে ঘটবে। 

বাংলাদেশে চন্দ্র গ্রহণ সম্পর্কে নানা প্রচলিত কথা রয়েছে। যেমন গর্ভবতী  মহিলাদের পানাহার এবং কাজকর্ম থেকে বিরত থাকতে যা সবই ভিত্তিহীন কথা।

হাদীসে এসেছে যখন সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ সংঘটিত হবে তখন সলাতে দাড়াতে। অথাৎ এ সময়টাতে এবাদত এবং বেশী বেশী  ইস্তেগফার ( আস্তাগফিরুল্লাহ) করতে হবে।

পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, ‘তিনিই সত্তা, যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন। ’ (সুরা ইউনুস : ৫) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘আর আমি সৃষ্টি করেছি একটি প্রজ্বলিত বাতি। ’ (সুরা নাবা : ১৩)

Leave a comment