কুরআনের সুরা আল বাকারায় দেয়া কিছু উপদেশবাণী | সুরা বাকারায় দেয়া কিছু উপদেশবাণী | সূরা বাকারা
কুরআনের সুরা আল বাকারায় দেয়া কিছু উপদেশবাণী
১।আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছে তা থেকে দান করো-২:৩
২। (রক্ত) সম্পর্ক ছিন্ন করোনা-২:২৭।
৩।নিজে কিছু রচনা করে তা আল্লাহর নামে চালিও না-২:৭৯।
৪।সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]
৫।পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]
৬।সত্যিকারের বিশ্বাসীরা আল্লাহর কিতাব পাঠ করে এবং তা অনুসরন করে।২:১২১।
৭।অকৃতজ্ঞতা পরিহার কর-২:১৫২।
৮।প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]
৯।ঘুসে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]
১০।কেউ তোমাদের সঙ্গে লড়াই করলে তা প্রতিহত করো কিন্ত সীমলঙ্ঘন করনা। [সূরা বাকারা ২:১৯০]
১১।হে বিশ্বাসীগণ! তোমরা পুরোপুরি আল্লাহতে সমার্পিত হও।২:২০৮।
১২।তোমাদের অর্থ সম্পত্তি মা-বাবা, পরিবার, আত্মিয়স্বজন, এতিম,অভাবী এবং মুসাফিরদের জন্য ব্যায় করো( পীর,হুজুর বা নেতার জন্য নয়)
-২:২১৫।
১৩।জুলুম- নিপীড়ন হত্যার চেয়ে গুরুতর অপরাধ-২:২১৭।
১৪।প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই আল্লাহর পথে ব্যায় করো।-২:২১৯।
১৫।এতিমদের সাথে রাখো অথবা সুব্যবস্থা
করো।২:২২০।
১৬।আল্লাহ কর্জে হাসানা( সুদহীন ঋণ) দিতে উৎসাহি করেছেন এবং তা বহুগুন
প্রবৃদ্ধির প্রতশ্রুতি দিয়েছেন।২:২৪৫।
১৭।ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। [সূরা বাকারা ২:২৫৬]
১৮।দান করে তা লোক দেখানর প্রচার এবং গ্রহীতাকে খোটা দিলে তা নিস্ফল হয়। [সূরা বাকারা ২:২৬৪।
১৯।সুদ ভক্ষণ করো না। [সূরা বাকারা ২:২৭৫]
২০।ঋণের বিষয় লিখে রাখো। [সূরা বাকারা ২:২৮২]
২১।বন্ধক রেখে ঋণ দেয়া বৈধ। [সূরা বাকারা ২:২৮৩]
২২।সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো। [সূরা বাকারা ২:২৮৫]
আমাদের দৈনন্দিন সকল কাজের লক্ষ্য হোক আল্লাহর সন্তষ্টি এবং শুধুই আল্লাহর সন্তষ্টি( আমীন)।
টাগ:কুরআনের সুরা আল বাকারায় দেয়া কিছু উপদেশবাণী, সুরা বাকারায় দেয়া কিছু উপদেশবাণী, সূরা বাকারা