Skip to content Skip to sidebar Skip to footer

কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণ | কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণ

কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে  দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণ | কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণ
কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণ | কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণ 1

 কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,  দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণ, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণ,

কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে 

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে

 ভাব – সম্প্রসারণ : পরিশ্রমের ফসল ছাড়া ভােগে আনন্দ নেই । কথায় আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন । ‘ আমরা জানি নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে কোনাে কাজে সফলতা লাভ করা যায় না । সাধনা ছাড়া সিদ্ধিলাভ এ জগতে বড়ই কঠিন । পথিক যদি দীর্ঘ পথের দিকে চেয়ে কেবল নিরাশ হয়ে বসে পড়ে , তাহলে সে পথ অতিক্রম করা কখনাে সম্ভবপর হবে না । পদ্মের ডাটা কাটায় পরিপূর্ণ । তাই ফুল নিতে গেলে কাটার আঘাতে হাত ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হওয়ার ভয়ে অনেকেই এ কাজে অগ্রসর হয় না । তখন সুন্দর ফুল প্রাপ্তির আনন্দ থেকে সে বতি হয় । আবার কেউ কেউ এসব কষ্টকে অগ্রাহ্য করে ফুল লাভে সমর্থ হয় । এ পৃথিবীতে বিনা ক্লেশে বা বিনা বাধায় কোনাে সকার্য সমাধা করা যায় না । একান্তভাবে কোনাে কাজ করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে । একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে । সুখের বা আনন্দের স্পর্শ পেতে হলে প্রথমে অনেক দুঃখকষ্ট নিরানন্দময় পরিবেশের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে । ঝড় – ঝঞা , দুঃখ – কষ্ট দেখে পিছপা হলে সাফল্যের স্বর্ণমার্গে মাথা তুলে দাঁড়ানাে সম্ভব হবে না । কারণ দুঃখের মত এত বড় পরশ পাথর আর নেই । চেষ্টাচরিত্রের সাহায্যে অনেক অসাধ্য এ জগতে সাধন করা যায় । মুখ বুজে ধৈর্য ধরে কাজ করে গেলে একদিন সেই কাজের সুফল অবশ্যই লাভ করা যাবে । কৃষ্ণচন্দ্রের পঙক্তিমালার ভাব – সম্প্রসারণের উপসংহারে এ কথা যথার্থই বলা যায় যে , কাটার আঘাত সহ্য করা ছাড়া যেমনি ফুল সংগ্রহ করা যায় না , তেমনি দুঃখভােগ ছাড়া সুখ লাভও অকল্পনীয় । জীবনে সফলতা পেতে ধৈর্যধারণ করে একাগ্রচিত্তে পরিশ্রম করে যেতে হয় । এতে আঘাত আসতে পারে । জীবনে আঘাত যে পায় নি , সে সফলতার আনন্দ পায় না।

More: যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ | যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা ভাবসম্প্রসারণ

টাগঃ কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে  দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ভাবসম্প্রসারণ,কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাবসম্প্রসারণ,

Leave a comment