ইসলামিক এসএমএস | ইসলামের কথা | ইসলামিক ছন্দ চাই | ইসলামিক ভালোবাসার sms 2025
ইসলামিক ছন্দ চাই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে।আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি।প্রিয় বন্ধুরা ইসলামিক ছন্দ চাই এরকম লিখে অনেকেই ইন্টারনেটে সার্চ করে। ইসলামিক ছন্দ চাই, ইসলামিক এসএমএস এসকল তথ্য জানার জন্য ইন্টারনেটের সহায়তা নিতে হচ্ছে।
আজ আমরা এই পোস্টে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার একটি চার্ট নিচে দেওয়া হল;
- ইসলামের sms
- ইসলামের কথা
- ইসলামিক এসএমএস
- ইসলামিক sms
- ইসলামিক ভালোবাসার sms
- ইসলামিক শুভ সকাল sms
- ইসলামিক মেসেজ
ইসলামের sms | ইসলামিক sms
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিচে কিছু চমৎকার ইসলামিক sms দেওয়া হচ্ছে।যেগুলা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
- ” জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন “
- ” হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা “
- ” সেই নারী সবথেকে উত্তম,যে তার যৌবনের সব ভালোবাসা আমানত রাখে,তার প্রিয়তম স্বামীর জন্য “
- ” জীবনে অনেক বড় বড় ভুল করেছি,অথচ কখনো অন্য কারো হাত কাটার কারন হয়ে উঠিনি,আর নিজেও কাটিনি !!”
- ” সমস্ত পৃথিবীর পানি য়ে জাহান্নামের আগুন নেভাতে পারবে না,কিন্তু মোনাজাতে আপনার নয়নের দুফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিবে!! “
- “মোনাজাত করতেই থাকবেন,একদিন না একদিন মহান আল্লাহ আপনাকে সফলতা উপহার দিবেন !ইনশাআল্লাহ ! “
- ” ধৈর্য্য ধরতে থাকুন, সবাই আপনাকে ঠকালেও মহান রব আপনাকে কোনদিনও ঠকাবেননা !! ইনশাআল্লাহ ! “
- ” দোয়াতে এক ফোটা চোখের জল একদিন আপনার ভাগ্য বদলাতে পারে !! ইনশাআল্লাহ ! “
- ” সত্যিকারের সুদর্শন পুরুষ তো সেই, যে বেপর্দা অভদ্র নারী দেখলেও আল্লাহর ভয়ে চোখের নিচে রাখে !! “
- ” ভালোবাসা কাকে বলে জানো ? আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা, হ্যাঁ – এটাই হলো ভালোবাসা ! “
- ” যদি অন্ধকারকে ভয় পাও, তাহলে কোরআন পড়ো ! একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে !! “
ইসলামের কথা
ইসলাম – আরবী: اَلْإِسْلَامُ, রোমান্সড: আল-ই-ইস্লাম, [ɪsˈlaːm] (এই সাউন্ডলিস্ট সম্পর্কে) “[ঈশ্বরের কাছে জমা দেওয়া]”) [১] হ’ল একটি আব্রাহামিক একেশ্বরবাদী ধর্ম যা শিক্ষা দেয় যে মুহাম্মদ আ।ঈশ্বরের বার্তাবাহক। [2] [3] এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেখানে ১.৯ বিলিয়ন অনুসারী বা বিশ্বের জনসংখ্যার ২৪.৯%, [৪] মুসলমান হিসাবে পরিচিত [ ৪৯ টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। []] ইসলাম শিক্ষা দেয় যে ঈশ্বর (আল্লাহ) এক, করুণাময়, সর্বশক্তিমান এবং অনন্য, []] এবং নবী, অবতীর্ণ ধর্মগ্রন্থ এবং প্রাকৃতিক লক্ষণগুলির মাধ্যমে মানবতাকে পথনির্দেশ করেছেন। []] [৮] ইসলামের প্রাথমিক ধর্মগ্রন্থ হ’ল কুরআন, যাকে theশ্বরের শব্দবাচক শব্দ হিসাবে বিশ্বাস করা হয়, পাশাপাশি মুহাম্মদ (সি। ৫ examples০ – CE৩২ খ্রিস্টাব্দ) এর শিক্ষা ও আদর্শিক উদাহরণসমূহ (সুন্নাহ বলা হয়, হাদিস নামক বিবরণ দ্বারা রচিত)।
মুসলমানরা বিশ্বাস করে যে ইসলাম একটি আদিম বিশ্বাসের সম্পূর্ণ এবং সর্বজনীন সংস্করণ যা আদম, আব্রাহাম, মূসা এবং যিশু সহ নবীদের মাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছিল। [10] মুসলমানরা আরবী ভাষায় কুরআনকে alশ্বরের অবারিত ও চূড়ান্ত অবতীর্ণ হিসাবে বিবেচনা করে। [১১] অন্যান্য আব্রাহামিক ধর্মাবলম্বীদের মতোই, ইসলামও জান্নাতে পুরস্কৃত হওয়া ধার্মিকদের এবং চূড়ান্ত শাস্তি প্রাপ্ত নরকের সাথে চূড়ান্ত বিচারের শিক্ষা দেয়। [12] ধর্মীয় অনুশীলনের মধ্যে রয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভ, যা ইবাদতের বাধ্যবাধকতা কাজ, পাশাপাশি ইসলামী আইন (শরিয়া) অনুসরণ করে, যা জীবন ও সমাজের কার্যকরী প্রতিটি বিষয়কে, ব্যাংকিং ও কল্যাণ থেকে শুরু করে নারী ও পরিবেশের প্রতি স্পর্শ করে। [১৩] [১৪] মক্কা, মদীনা এবং জেরুজালেম শহরগুলি ইসলামের তিনটি পবিত্রতম স্থানে রয়েছে।
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, ইসলাম মূসার আরব উপদ্বীপে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শুরুতে [১ 16] উত্থিত হয়েছিল এবং অষ্টম শতাব্দীর মধ্যে উমাইয়া খেলাফত পশ্চিমে আইবেরিয়া থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। ইসলামিক স্বর্ণযুগটি আব্বাসীয় খিলাফতের সময়ে 8thতিহাসিকভাবে অষ্টম শতাব্দী থেকে 13 তম শতাব্দী পর্যন্ত theতিহ্যবাহী সময়কে বোঝায়, যখন historতিহাসিকভাবে মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশ বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ লাভ করছিল। [১ 17] [১৮] [১৯ ] মুসলিম বিশ্বের বিস্তারে বিভিন্ন খিলাফত ও রাষ্ট্রসমূহ জড়িত যেমন অটোমান সাম্রাজ্য, বাণিজ্য এবং মিশনারি কার্যক্রমের মাধ্যমে দাওয়াত (ইসলাম) ইসলাম গ্রহণ।
ইসলামিক এসএমএস
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিচে কিছু চমৎকার ইসলামিক এসএমএস দেওয়া হচ্ছে।যেগুলা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
১) ঐ সকল নারী জাহান্নামী,
যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”
—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!
২) এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.
৩) জান্নাতের নেটওয়ার্ক হল “ইসলাম”,
সিম হল “ঈমান”।
সিম হল “ঈমান”।
বোনাস হল “রমযান”,
রিচার্জ হল “নামাজ”,
রিচার্জ হল “নামাজ”,
আর হেলপ লাইন হল”কোরআন”
৪) পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল
নিজে সংশোধন হওয়া আর সব চাইতে
সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..
(হযরত আলী রাঃ)
সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..
(হযরত আলী রাঃ)
৫) “রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।”
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
৬) “তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।”
[হযরত আলী (রহঃ)]”
[হযরত আলী (রহঃ)]”
৭) পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন,
যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে “।
হযরত মুহাম্মদ (সাঃ)
হযরত মুহাম্মদ (সাঃ)
৮) ‘মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতো এবং শুনতে পারত তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাদিত”
হযরতমোহাম্মদ (সাঃ)
হযরতমোহাম্মদ (সাঃ)
৯) মানুষের মনের মাঝে এমনভাবে নিজের জায়গা করে নিও যাতে তুমি মরে গেলেও তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।
হযরত আলী (রাঃ)
হযরত আলী (রাঃ)
১০) “এমন এক সময় আসবে
যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”
বিশ্বনবী হযরত মোহাম্মদ
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”
বিশ্বনবী হযরত মোহাম্মদ
ইসলামিক ভালোবাসার sms | ইসলামিক মেসেজ
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিচে কিছু চমৎকার ইসলামিক ভালোবাসার sms দেওয়া হচ্ছে।যেগুলা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
- ” বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো – বেইমান চেনার কোন যন্ত্রই বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি !! “
- ” আল্লাহর দেওয়া প্রতিটি ভালো বা খারাপ সময় কে তার নিয়ামত হিসাবে দেখুন ! ইনশাআল্লাহ – তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন !! “
- ” চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়ে, গরীব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের !! “
- ” দামি পোশাক পড়ে লাভ কি হবে ! নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক !! “
- ” যে কাউকে পূর্বের গুনাহ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে !! “
- ” ইসলাম ধর্ম সহজ – কিন্তু এতটা সহজ নয় যে, কোন মেসেজ কুড়ি জনকে ফরোয়ার্ড করলে জান্নাত পেয়ে যাবেন !! “
- ” নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না, নামাজ ইহকালেও পরিপূর্ন করে দেয় ! নামাজে শরীর সুস্থ থাকে রিজিকও বৃদ্ধি পায়! বিপদ দূরীভূত হয় !! “
ইসলামিক শুভ সকাল sms
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিচে কিছু চমৎকার ইসলামিক শুভ সকাল sms দেওয়া হচ্ছে।যেগুলা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,আর বন্ধুকে সকালে ইসলামের দাওয়াত দিয়ে।
নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগবে ভাল ছাড়বে ঘর,মসজিদে যাবে ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরবে লাগবে ভালো।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
মা গো আমি শিক্ষবো না আর হাট্টিমা টিম টিম
কোরআন থেকে শিক্ষবো আমি আলিফ লাম মিম
একটি করে অক্ষরেতে দশটি করে নেকী