Skip to content Skip to sidebar Skip to footer

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস কবিতা উক্তি ও বাণী 2025

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে উক্তি, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা, অপেক্ষা নিয়ে বাণী

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে উক্তি, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা এগুলোর খুজে যারা আমাদের সাইটে আসছেন,  প্রিয় বন্ধুরা, টাইম অফ বডির পক্ষ থেকে সকলকে সালাম জানাই, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। 

প্রতিদিনের মতই আমি আজ আপনাদের সাথে অপেক্ষা নিয়ে উক্তি, অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, অপেক্ষা নিয়ে বাণী শেয়ার করব। আশা করি  অপেক্ষা নিয়ে উক্তি, অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, অপেক্ষা নিয়ে বাণী আপনাদের ভাল লাগবে।

    অপেক্ষা নিয়ে স্ট্যাটাস

    প্রিয় বন্ধুরা, এখানে অপেক্ষা সম্পর্কিত কয়েক টি সুন্দর সুন্দর উক্তি বা বাণী দেয়া হলো । আপনারা যারা অপেক্ষা নিয়ে উক্তি বা অপেক্ষা নিয়ে বাণী খুঁজছেন, তারা এখানে অপেক্ষা নিয়ে উক্তি বা অপেক্ষা নিয়ে বাণী পেয়ে যাবেন।নিচে অপেক্ষা নিয়ে বাণী বা অপেক্ষা নিয়ে উক্তি গুলো পাবেন । আশাকরি এগুলো অনেক ভালো লাগবে । 

    অপেক্ষা নিয়ে উক্তি

    ১. জীবনের সবচেয়ে খারাপ অংশ কারো জন্য অপেক্ষা করা, আর সবচেয়ে ভালো অংশ হলো এমন কাউকে পাওয়া যার জন্য অপেক্ষা বৃথা যায় না।— সংগৃহীত

    ২. অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে আমরা আসলে সেটা কতটা চাই।— চার্লস স্ট্যানলে

    ৩. অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না, বরং ধৈর্য হলো আমরা অপেক্ষার সময় কেমন ব্যাবহার ও মনোভাব রাখি।— জয়ে মেয়র

    ৪. অপেক্ষাকে কখনোই অভ্যাসে পরিণত হতে দেয়া ঠিক না, স্বপ্ন নিয়ে বাচা ও ঝুকি নেয়াতেই জীবনের স্বার্থকতা।— সংগৃহীত

    ৫. জীবন হলো কাজ করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।— পাউলো কোয়েলহো

    ৬. পরিকল্পিত কাজকে মাঝে মাঝে পিছনে ফেলতে হয় আমাদের জন্য সামনে যা অপেক্ষা করছে সেটা পাওয়ার জন্য।— জোসেফ ক্যাম্পবেল 

    অপেক্ষা নিয়ে উক্তি

    ৭. অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে।— উইলিয়াম ফল্কনার

    ৮. অপেক্ষা কর তার জন্য যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে।— আনন্যমউস

    ৯. কোনো কিছুকে যেতে দেয়ার মত শক্তিশালী হও এবং তুমি যার যোগ্য তা পাওয়ার অপেক্ষা করার মত ধৈর্যশীল হও।— সংগৃহীত

    ১০. ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না।— হুমায়ূন আহমেদ

    অপেক্ষা নিয়ে উক্তি | অপেক্ষা নিয়ে বাণী

    অপেক্ষা নিয়ে উক্তি, অপেক্ষা নিয়ে বাণী খুজতেছেন? আপনি সঠিক যায়গায় এসেছেন। এখানে আপনার পছন্দের সকল উক্তি বাণী আমরা শেয়ার করে দিয়েছি যা আপনি নিয়ে নিতে পারেন। 

    ১১. অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটাও কষ্টকর ;কিন্তু কোনটা করা উচিত না বুঝতে পারা টা বেশি কষ্টের।— পাউলো কোয়েলহো

    ১২. এই ধরা আশ্চর্য জিনিসে পরিপূর্ণ, সব কিছু শুধু আমাদের অনুধাবন করার ক্ষমতা তীক্ষ্ণ হওয়ার অপেক্ষা করে।— ইডেন ফিল্পটস

    ১৩. সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ কর, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না।— সংগৃহীত

    ১৪. আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি, তাহলে সারাজীবন অপেক্ষার প্রহরেই কাটাতে হবে।— লেমনি স্নিকেট

    ১৫. কেউ সারাজীবন অপেক্ষা করেও কিছুই নাও পেতে পারে।— বার্নাবাস স্যাকেট

    ১৬. যত দেরিই হোক না কেনো; যখন স্রষ্টা কিছু করে, অপেক্ষা কখনো বৃথা যায় না।— সংগৃহীত

    ১৭. অনুপ্রেরণার অপেক্ষায় থাকাটা বিমানবন্দরে রেলগাড়ির জন্য অপেক্ষা করার মতই।— লেই মাইকেলস

    ১৮. কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করে নিজে সেটা ঘটানো বেশি উত্তম।— সংগৃহীত

    ১৯. ভালো জিনিস তাদের কাছেই আসে যারা অপেক্ষা করতে পারে।— সংগৃহীত

    ২০. পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না।— জর্জ এলিওট

    অপেক্ষা নিয়ে কবিতা

     আমাদের জন্য আমি আজ এখানে খুব সুন্দর অপেক্ষা নিয়ে কবিতা বা অপেক্ষা নিয়ে স্ট্যাটাস শেয়ার করেছি।আপনারা যারা অপেক্ষা নিয়ে কবিতা বা অপেক্ষায় নিয়ে স্ট্যাটাস খুঁজছেন তারা এখান থেকে অপেক্ষা নিয়ে কবিতা অপেক্ষ স্ট্যাটাস দেখে নিতে পারেন। কারণ আমি এখানে খুব সুন্দর অপেক্ষা নিয়ে কবিতা এবং অপেক্ষা নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি। 

    কোন এক স্বপ্ন- কল্পনাময় অচেনা রাজ্যে

    অজানা অপেক্ষায় বসে আমি, তুমি বিহীন

    প্রার্থনা আমার, এসো হৃদয়ের ঠিকানায়

    করে দাও জীবনটা আমার রংধনু রঙিন

    ফিরে পাবে অপেক্ষায় জড়ানো প্রতিদিন

    পূরণ হতে অপেক্ষায় হারানো কিছু ঋণ

    কোন একদিন অবাক করে এসে কাছাকাছি

    দেখো তোমার কল্পনায় প্রান ভরিয়ে রেখেছি

    একি ভাবে ভালোবেসে, একই মনে আছি

    অদৃশ্যে দুটি হৃদয়ের খুব বেশি কাছাকাছি

    যদি খুঁজে পাও আমার সেই ঠিকানা

    আর কোনদিন তা হারাতে দিয়োনা

    কিছু না বলতেই চিনে নিও মন

    প্রকাশ না হতেই বুঝে নিও নয়ন

    যদি আমায় তখন বুঝতে না পারো

    তবুও সব বুঝে নেয়ার ভানটুকু করো

    ভালোবেসেই বারে বারে আসবো তোমার কাছে

    ভালোবেসেই আজীবন পাশে থাকার প্রাপ্য আমার আছে

    যদি কখনো আর নাই বা চাও আমায়, তোমার হৃদয়ে

    সে স্নিগ্ধ হাঁসিটা রেখে যেও একবার মুখপানে চেয়ে

    ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা

    ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা নিয়ে যারা কিছু স্পেশাল লিখা খুজতেছেন তাদের জন্য এখানে এত সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস কবিতা বাণী উক্তি দিয়েছি যা মন কাড়বে সকলের। 

    ভাগ্যের শিকল যদি বিপরীতে দুজনকে টানে

    তবুও জেনো তুমি রবে হৃদয় গভীরে আমার জীবনে

    তোমাকে দেবার মত মন ছাড়া কিছু নেই আমার

    তোমাকে ভালোবাসা ছাড়া নেই কোন বিশেষ উপহার

    শুধু জেনো কোনদিন আমি হারিয়ে গেলেও

    হারিয়ে যাবে না তোমার মাঝে আমার নিঃশ্বাস

    আমার সবটুকু আশ্বাস ফুরিয়ে গেলেও

    ফুরিয়ে যাবে না তোমাকে ভালোবাসার বিশ্বাস

    স্বপ্ন-কল্পনার সেই প্রেম, ভালোবাসার মত

    সেই জমাট বাঁধা আবেগ, অনুভূতি যত

    তোমাতেই রেখেছি, তোমাতেই সাজিয়েছি

    আমার ভালোবাসার অনন্তে, তোমারি অজান্তে……………. 

    অপেক্ষা নিয়ে স্ট্যাটাস 

    বন্ধুরা আপনারা কি অপেক্ষা নির সুন্দর সুন্দর স্ট্যাটাস খুঁজছেন!!তাহলে আপনাদের জন্য আজকের পোস্টটি করা হয়েছে কারণ আমি আজ এখানে অপেক্ষা নিয়ে স্ট্যাটাস শেয়ার করেছি আপনারা যারা অপেক্ষা নেই স্ট্যাটাস খুঁজছেন তারা এখানে অপেক্ষা নিয়ে স্ট্যাটাস এবং এই অপেক্ষা নিয়ে স্ট্যাটাস তালিকাভুক্ত স্ট্যাটাস গুলো থেকে আপনাদের পছন্দমত অপেক্ষা নিয়ে স্ট্যাটাস বাছাই করে নিতে পারবেন।

    অপেক্ষার প্রহর আজ থেকে শুরু হল। দিন গুনছি কবে শেষ হবে এই নিথর সময়। অসাড় হয়ে পরেছি, চলার শেষ শক্তি টুকু হারিয়ে ফেলেছি। জানিনা এই পথে কত বাঁধা, কতটুকু অমসৃণ এই পথ। পাড়ি দিতে হবে এই পথ, তাই ক্ষীণ আশা নিয়ে, বিন্দু পরিমাণ সাহস নিয়ে, এক মুঠো ভালোবাসা নিয়ে, হাজারও কষ্ট নিয়ে চলেছি আমি।

     চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে পারি না আর আমি। বুকের পাঁজর গুলো সঙ্কুচিত হয়ে আসছে ক্রমেই মনে হয়ে ভেঙ্গে যাবে এখনি। এক প্রকার চাঁপা কষ্ট চেপে ধরে রেখেছে আমাকে। বড় শুন্য মনে হয় নিজেকে, তাই আঁকড়ে আছি এই শুন্যকেই।

     অনেকটা ভালোবাসি তোমায়। হয়তো তোমার থেকে একটু বেশি অথবা একটু কম তবে আমার লাইফের চেয়ে অনেকটা বেশি। হঠাৎ বিনা মেঘে বজ্র পাতের মত আমার আকাশে বজ্র পাত হল। ঝর শুরু হল রূপকথার দানবের মত। তোমার প্রস্থান যেন ঠিক এ রকমই ……..

     “যে চলে যেতে চায় তাকে যেতে দাও, সে যদি কখনো ফিরে আসে বুঝবে সে তোমার, আর যদি সে কখনো ফিরে না আসে বুঝবে সে কখনই তোমার ছিলোনা, হয়তো এই লাইন গুলো ভেবেই তোমার অপেক্ষায় থাকবো আমি………।

    ট্যাগ: অপেক্ষা নিয়ে স্ট্যাটাস, অপেক্ষা নিয়ে কবিতা, অপেক্ষা নিয়ে উক্তি, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা, অপেক্ষা নিয়ে বাণী

    Leave a comment